বাংলারজমিন

গোয়াইনঘাটে করোনা সন্দেহে দুজনের নমুনা সংগ্রহ

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

৫ এপ্রিল ২০২০, রবিবার, ৯:৫২ পূর্বাহ্ন

সিলেটের গোয়াইনঘাটে করোণা সন্দেহে দুজনের নমুনা সংগ্রহ করেন গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের নিযুক্ত চিকিৎসকগণ। সর্দি, কাশি, শ্বাসকষ্ট ও গলা ব্যথার উপসর্গ দেখা দিলে শনির গ্রাম গ্রামের সিদ্দিক(৪০) আলী সতি গ্রামের ইসলাম উদ্দিন (৬০ ) গোয়াইনঘাটের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে যোগাযোগ করেন। তাদেরকে করোনা রোগী কিনা এমন সন্দেহ হলে তাদের নমুনা সংগ্রহ করা হয়। তাদের কাছ থেকে সংগ্রহীত নমুনা ৪ এপ্রিল গোয়াইনঘাটের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র স্মারক নং উ/ স্বা,ক / ২০২০ ইং মুলে সিলেটের সিভিল সার্জন বরাবরে পরীক্ষার জন্য আবেদন করেন গোয়াইনঘাট উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রেহান উদ্দিন। তার প্রেরিত পত্রমুলে পাঠানোর করোনা সন্ধিগ্ন রোগির নমুনা পরীক্ষা করা হয়। গোয়াইনঘাট থেকে করোনা সন্ধিগ্ন দুজনের নমুনা সংগ্রহের ঘটনার খবরটি অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পর গোটা গোয়াইনঘাটে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় প্রশাসন,আইনশৃঙ্খলা বাহিনী গণসচেতনতা সৃষ্টিতে আরও তৎপর হয়ে উঠে। তাৎক্ষণিক বিষয়টি ফলাও করে প্রচার হতে থাকে বিভিন্ন অনলাইন নিউজপোর্টাল সমুহ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর লকডাউন তৎপরতা তদারকি ও জোরদার করণের দৃশ্য ছিল চোখে পড়ার মতো। এদিকে আজ সিলেটের সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয় যে গোয়াইনঘাটের করোনা সন্ধিগ্ন দুই ব্যক্তির পাঠানোর নমুনা পরীক্ষায় করোনা ভাইরাসের কোন উপস্থিতি পাওয়া যায়নি। গোয়াইনঘাটের ইউএইচও ডাঃ রেহান উদ্দিন ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুস সাকিব বলেন গোয়াইনঘাট থেকে সংগ্রহিত করোনা নমুনা পরীক্ষায় প্রমানিত হয়নি। তবে গণসচেতনতায় গোটা উপজেলাবাসীকে সরকারি নির্দেশনা মেনে হোম কোয়ারান্টাইনে থাকার জন্য আহবান জানান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status