অনলাইন

জিনজিরায় প্রথম করোনা রোগী শনাক্ত, মডেল টাউন লকডাউন

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

৫ এপ্রিল ২০২০, রবিবার, ৮:১২ পূর্বাহ্ন

ঢাকার কেরানীগঞ্জে এই প্রথম প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত এক রোগী শনাক্ত হওয়ায় জিনজিরা মডেল টাউন আবাসিক এলাকা ১৪দিনের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। এই আবাসিক এলাকায় ১৮০টি বাড়ি, ৪হাজার পরিবার এবং ২০হাজার লোকের বসবাস। রোববার দুপুরে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন এই লকডাউন ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভ‚মি) ওনির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর মোবারক হোসাইন, কেরানীগঞ্জ মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম।
জানা যায়, জিনজিরা ইউনিয়নের মডেল টাউন আবাসিক এলাকায় মো. গোলাম মোস্তফা(৬৮)। নামে এক ব্যবসায়ী করোনাভাইরাসে আক্রান্ত হন। তার রাজধানীর গুলিস্তান এলাকায় সুন্দরবন স্কোয়ারে একটি দোকান রয়েছে। সে জিনজিরা মডেল টাউনের ১নং রোডে ৭২নং বহুতলার একটি বাড়ির ৯ তলায় একটি ফ্ল্যাটে তার পরিবার নিয়ে থাকতেন। কয়েকদিন আগে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার দেহের করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করায়। আজ রবিবার (৫এপ্রিল) ওই পরীক্ষায় তার শরীরে করোনভাইরাসের জীবাণু ধরা পড়ে। তিনি বর্তমানে রাজধানীর কুয়েত-মৈত্রী হাসপাতালে ভর্তি আছেন। তবে তিনি কিভাবে এই প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সে ব্যাপারে কিছুই এই মুহূর্তে জানা যায়নি। কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর মোবাবরক হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status