অনলাইন

করোনা

প্রধানমন্ত্রীর তহবিলে ফরেন সার্ভিস সদস্যদের বৈশাখী ভাতার ৩০ লাখ টাকা দান

কূটনৈতিক রিপোর্টার

৫ এপ্রিল ২০২০, রবিবার, ৭:২৯ পূর্বাহ্ন

করোনা ভাইরাস সংক্রমণে সৃষ্ট পরিস্থিতিতে প্রজাতন্ত্রের দায়িত্বশীল কর্মচারী হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ তাঁদের উপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছেন। পাশপাশি বাংলাদেশ ফরেন সার্ভিস এসোসিয়েশনের সদস্যবৃন্দ সরকারী কর্মচারী এবং রাষ্ট্রের নাগরিক হিসেবে সর্বদা সরকারের উদ্যোগসমূহ সমর্থন এবং ব্যক্তি পর্যায় হতেও সহায়তা প্রদানে এগিয়ে এসেছেন। এরই ধারাবাহিকতায়, ফরেন সার্ভিস এসোসিয়েশন সমুদয় সদস্যের এ বছরের বৈশাখী ভাতা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। এই ভাতার পরিমাণ প্রায় ৩০ (ত্রিশ) লক্ষ টাকা। এই অর্থ দান করে দেয়ার মধ্যদিয়ে ফরেন সার্ভিসের সদস্যরা ত্রাণ তহবিলকে সমৃদ্ধ করার পাশাপাশি অনাড়ম্বরপূর্ণ ও জনসমাগম এড়িয়ে নববর্ষ উদযাপনে সরকার প্রধানের  নির্দেশনার প্রতি একাত্মতা প্রকাশ করলো। বাংলাদেশ ফরেন সার্ভিস এসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে- সরকারের সকল উদ্যোগে সম্পৃক্ততার পাশাপাশি যে কোন সংকট উত্তরণে জনগণের সহায়তার নিমিত্তে ফরেন সার্ভিস সদস্যরা বদ্ধপরিকর।
উল্লেখ্য, মুজিববর্ষে গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর আশ্রয় নির্মাণ কর্মসূচীতে পররাষ্ট্রমন্ত্রীর আহ্বানে  মন্ত্রণালয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status