অনলাইন

ব্যাংক কর্মকর্তাদের যাতায়াত নির্বিঘ্ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কেন্দ্রীয় ব্যাংকের চিঠি

অর্থনৈতিক রিপোর্টার

৪ এপ্রিল ২০২০, শনিবার, ১০:৪২ পূর্বাহ্ন

করোনা ভাইরাসের কারণে সরকারি ছুটির মধ্যেও সীমিত আকারে ব্যাংকিং চালু আছে। এ জন্য কর্মরত ব্যাংক কর্মকর্তাদের নির্বিঘ্নে কর্মস্থলে যাতায়াতের উদ্যোগ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

কয়েক দিন ধরে কর্মস্থলে যেতে ব্যাংক কর্মকর্তাদের হেনস্তার খবর ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে আজ শনিবার কেন্দ্রীয় ব্যাংকসহ তফসিলি ব্যাংকের কর্মকর্তাদের নির্বিঘ্নে যাতায়াতের উদ্যোগ নিয়েছেন গভর্নর।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোস্তফা কামাল উদ্দীনের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, করোনা ভাইরাসের সংক্রমণ রোধকল্পে সরকার ঘোষিত সাধারণ ছুটির মধ্যেও সরকারের নির্দেশনা ও জনগণের আর্থিক চাহিদা মেটানো, বেতন-ভাতা পরিশোধ, অভ্যন্তরীণ ও অত্যাবশ্যকীয় বৈদেশিক ব্যবসা-বাণিজ্য চালু রাখার উদ্দেশ্যে লেনদেন সুবিধা প্রদান, দেশব্যাপী জ্বালানি তেল ও সুলভ মূল্যে খাদ্য বিতরণসংক্রান্ত সরকারি কার্যক্রম অব্যাহত রাখার উদ্দেশ্যে ব্যাংকিং লেনদেন বজায় রাখার ব্যবস্থা করেছে। অর্থনীতির চাকাকে সচল রাখার প্রয়াসে সীমিত আকারে ব্যাংকিং ব্যবস্থা চালু রাখা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত ৫ থেকে ৯ই এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত দেশের সব ব্যাংকের সীমিত পরিসরে কিছু শাখা খোলা থাকবে। যথাযথ কর্মপরিবেশ সৃষ্টির লক্ষ্যে এসব ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে যাতায়াত ব্যবস্থা সুগম রাখা আবশ্যক।

চিঠিতে আরো বলা হয়েছে, করোনা ভাইরাসের সংক্রমণ রোধকল্পে সরকার ঘোষিত সাধারণ ছুটির দিনগুলোতে কেন্দ্রীয় ব্যাংকসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ নিজ প্রতিষ্ঠানের পরিচয়পত্র প্রদান সাপেক্ষে কর্মস্থল ও বাসস্থানে যাতায়াতের ক্ষেত্রে তারা এবং তাদের বহনকারী বাহন যাতে কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হতে না হয়, সে লক্ষ্যে দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসমূহকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন গভর্নর ফজলে কবির।

এদিকে গত বৃহস্পতিবার অনেক কর্মকর্তা সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ ওঠে। হয়রানি রোধে তারা কেন্দ্রীয় ব্যাংককে উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেন গভর্নর।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status