অনলাইন

এক বৃদ্ধার অপূর্ব দান

বিশেষ প্রতিনিধি, বৃটেন থেকে

৪ এপ্রিল ২০২০, শনিবার, ৮:৩৪ পূর্বাহ্ন

করোনা ভাইরাস আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৯০ বছর বয়সি বৃদ্ধা সুজান হোয়েলার্টস। নাজুক শারীরিক পরিস্থিতির কারনে চিকিত্সকরা তাকে ভেন্টিলেটর দিতে যান। ভেন্টিলেটর সহায়তা ছাড়া সর্বোচ্চ মৃত্যু ঝুঁকির কথা জেনেও অবাক করা এক সিদ্ধান্ত নেন তিনি। চিকিৎসকদের বলেন, ভেন্টিলেটরটি কম বয়সী কোনো রোগিকে দিন। বৃদ্ধার এমন দানে চিকিত্সকরা অবাক হন। কিন্তু বৃদ্ধা তার সিদ্ধান্তে অনঢ়। তিনি হাসপাতালের চিকিত্সকদের বলেন- ‘আমি কৃত্রিম শ্বাসযন্ত্র ব্যবহার করতে চাই না।এটি কোনো তরুণ রোগীদের জন্য সংরক্ষণ করুন। আই অলরেডি হ্যাড এ গুড লাইফ।’

বেলজিয়ামের এই পেনশনার বৃদ্ধা মহামারীর সাথে প্রাকৃতিকভাবে লড়াই করে শেষ নিশ্বাস ত্যাগ করেন। সুজান হোয়েলার্টস বেলজিয়ামের লুব্বেকের কাছে বিনকমের বাসিন্দা ছিলেন। বৃদ্ধার কন্যা জুডিথ ডাচ পত্রিকা হেট লাটস্টে নিউইউজকে বলেছেন- ‘আমি তাকে বিদায় জানাতে পারছি না। তার শেষকৃত্য অংশ নেওয়ারও সুযোগ আমার কাছে নেই।’ তবে বৃদ্ধার এই বিশেষ দানের কাহিনীটি দেশের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে ভাইরাল হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status