ভারত

তাবলিগে যোগ দেয়াদের নিয়ে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করেছে ভারত

কলকাতা প্রতিনিধি

৩ এপ্রিল ২০২০, শুক্রবার, ২:৩৩ পূর্বাহ্ন

দিল্লির নিজামুদ্দিনের তাবলিগ জামায়েতে যোগ দেয়া বাংলাদেশিদের নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করেছে। এছাড়াও অন্য যেসব দেশ থেকে তাবলিগে বিদেশিরা যোগ দিয়েছিলেন সেসব দেশের দিল্লির দূতাবাসের সঙ্গেও পররাষ্ট্র মন্ত্রণালয় যোগাযোগ রেখে চলেছে। সংশ্লিষ্ট দেশগুলিকে বিষয়টি নিয়ে তদন্তের অনুরোধ জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় । ইতিমধ্যে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার রাতে এক নির্দেশনায় বাংলাদেশিসহ ৯৬০ জন বিদেশি ইসলাম ধর্মপ্রচারকের ভিসা বাতিল করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবার জন্য সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ প্রধানদের উদ্যোগী হতে বলেছে। এসব বিদেশি সকলেই দিল্লি তাবলিগের জামাতে যোগ দিয়েছিলেন। এরা পর্যটক ভিসা নিয়ে ভারতে এসে ধর্মপ্রচারের কাজ চালিয়ে যাওয়ায় ভিসা নীতিভঙ্গের অভিযোগে ফরেনার্স আইন এবং বিপর্যয় মোকাবিলা আইনে ব্যবস্থা নিতে বলা হয়েছে। এদের কালো তালিকাভুক্ত করে ভারতে আগামী দুই বছর প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। জানা গেছে, হরিয়ানার পালওয়ালে উদ্ধার করা ১০ বাংলাদেশির বিরুদ্ধে পুলিশ ভিসা নীতি ভঙ্গের অভিযোগে আইনানুগ ব্যবস্থা নিয়েছে বলে পালওয়াল পুলিশ জানিয়েছে। এই দশ জনের মধ্যে তিন জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। তবে কতজন বাংলাদেশি প্রতিনিধি দিল্লিতে তাবলিগে যোগ দিতে এসেছিলেন সে সম্পর্কে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৪৯৩ জন বাংলাদেশি তাবলিগে যোগ দিয়েছিলেন। তাদের অধিকাংশই বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছেন। বাংলাদেশিসহ বিদেশিদের চিহ্নিত করতে তল্লাশি অভিযান চলছে। তবে হরিয়ানায় তিনজন ছাড়া বাকি কতজন বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছেন তার কোনও তালিকা এদিন পর্যন্ত পাওয়া যায় নি। তবে নিজামুদ্দিনের তাবলিগের সদর দপ্তর থেকে উদ্ধার করা বিদেশিদের মধ্যে ৭৩ জন বাংলাদেশির সন্ধান পাওয়া গিয়েছে। এছাড়াও দিল্লির ৬টি মসজিদে আশ্রয় নেয়া আরও ২১ জন বাংলাদেশির খোঁজ পাওয়া গিয়েছে। এদের সকলকেই কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলে জানা গেছে। পশ্চিমবঙ্গে গত বৃহস্পতিবার পর্যন্ত ১৯ জন বাংলাদেশিকে চিহ্নিত করে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এরা সকলেই তাবলিগে যোগ দিয়েছিলেন। এদিকে মুম্বাইয়ের মুম্ব্রার কৌসাতে একটি মসজিদ থেকে ১৩ জন বাংলাদেশিকে উদ্ধার করে আইসোলেশনে রাখা হয়েছে। উত্তরপ্রদেশের বাধোহিতে কয়েকটি মসজিদ থেকে ১১ জন বাংলাদেশিকে উদ্ধার করে করোনা পরীক্ষা করা হয়েছে। তবে তাদের শরীরে কোনও সংক্রমণ ধরা পড়েনি বলে সেখানকার মুখ্য মেডিকেল অফিসার জানিয়েছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status