অনলাইন

দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করলেন তাবিথ ও ইশরাক

স্টাফ রি‌পোর্টার

২ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার, ৭:৫৯ পূর্বাহ্ন

করোনা পরিস্থিতিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডে দরিদ্র মানুষের মাঝে খাবার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছেন তাবিথ আউয়াল। অন্যদিকে দুস্থ এবং অসহায় মানুষদের মাঝে নিয়মিত ত্রাণ সামগ্রী বিতরণের অংশ হিসেবে রাজধানীর তিনটি এলাকায় খাবার সামগ্রী এবং মাস্ক বিতরণ  করেছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

আজ বুধবার গত সিটি নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাককে এ কাজে সহায়তা করছেন কাউন্সিলর প্রার্থীরা। ১৬ নম্বর ওয়ার্ডে খাবার সামগ্রী বিতরণের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। কাউন্সিলর প্রার্থী হাবিবুর রহমান রাব্বী জানান, তার ওয়ার্ডের ৫০০ পরিবারকে সহায়তা দেয়া হয়েছে।

তাবিথ আউয়াল বলেন, আমরা সুবিধাবঞ্চিত ও অভাবী মানুষের একটি তালিকা তৈরি করেছি। বিশেষ করে ছোট ছোট সন্তানসহ নারী ও বয়স্ক, যারা সাধারণত ঘরের বাইরে যেতে পারেন না, তাদের কাছে আমরা নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিচ্ছি, যাতে তারা নিজেদের ঘরে নিরাপদে থাকতে পারে।

তিনি বলেন, আমরা দলের কাউন্সিলর প্রার্থী এবং এনজিওর সাহায্যে প্রতিটি ওয়ার্ডেই এমন প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেয়ার কর্মসূচি হাতে নিয়েছি, সবাই যেন ঘরে থাকেন এবং নিরাপদ থাকেন।

আগামীকাল মোহাম্মদপুরের ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডে ত্রাণ সহায়তা দেয়া হবে।

এদিকে আজ মরণঘাতী ভাইরাস করোণায় নাকাল হওয়া দুস্থ এবং অসহায়  মানুষদের মাঝে নিয়মিত ত্রাণ সামগ্রী বিতরণের অংশ হিসেবে রাজধানীর তিনটি এলাকায় খাবার সামগ্রী এবং সুরক্ষা সামগ্রী বিতরণ  করেছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বৃহস্পতিবার বিকালে রাজধানীর টিপু সুলতান রোড এলাকায় ঘুরে ঘুরে সেখানকার অসহায় প্রায় ১২০০ পরিবারের হাতে তুলে দেন প্রয়োজনীয় খাবার ও সুরক্ষা সামগ্রীসমুহ। প্রত্যেকের হাতেই কমপক্ষে ৫ থেকে ৭ দিনের জন্য ব্যাককআপ দেয়ার মতো খাবার সামগ্রী দেয়া হচ্ছে বলে জানানো হয় তার ভেরিফাইয়েড ফেসবুক পেইজ এর মাধ্যমে।
 
এসময় তার  ফেসবুক পেজে এই কার্যক্রমের বেশ কিছু ছবিও শেয়ার করেন তিনি। সেখানে দেখা গেছে, প্রথমে ঢাকা দক্ষিণ সিটির ৩৮ নং ওর্য়াড এর এলাকায় ত্রাণ বিতরণ করেন তিনি। এরপর ত্রাণ দেন রাজধানীর বলধা র্গাডেন এলাকায় সুইপার কলোনীতে। এসময় সে এলাকার বিএনপির সভাপতি লিয়াকত আলিকে সঙ্গে নিয়ে কলোনির প্রায় ৬৫০ পরিবারের হাতে তুলে দেন প্রয়োজনীয় সামগ্রী। সেখান থেকে যাত্রাবাড়ি এলাকার বিএনপির নেতা  নবিউল্লাহ নবিকে সঙ্গে নিয়ে সেই এলাকার কমপক্ষে দেড় হাজার দুস্থ পরিবাবের হাতে তুলে দেন প্রয়োজনীয় খাবার ও সুরক্ষা সামগ্রী।

নগরীর প্রত্যেকটা ওয়ার্ডের দুস্থদের জন্য পর্যায়ক্রমে এই কার্যক্রম অব্যাহত থাকার ঘোষণা অনুযায়ী তার এ কার্যক্রম চলছে বলেও উল্লেখ করেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বিতরণ করা ত্রাণের মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আলু, মুড়ি, টোস্ট বিস্কুট, সাবান, স্যাভলোন, মাস্ক ও হ্যান্ড গ্লাভস উল্লেখযোগ্য। আর এ ব্যবস্থাপনা চলছে তার প্রয়াত বাবা ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা স্মৃতি সংসদের উদ্যোগে। যতদিন পর্যন্ত না স্বাভাবিক অবস্থা ফিরে আসে ততদিন পর্যন্ত তার এ কার্যক্রম অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি নগরবাসীকে করোনা মোকাবিলায় ভয় না পেয়ে আরো সচেতন হওয়ার আহবান জানিয়েছেন। সেই সঙ্গে পরিস্থিতি মোকাবিলায় সারা দেশের প্রত্যকটি বিত্তবানকে দুস্থ-অসহায়দের পাশে দাড়ানোরও আহ্বান জানান ইঞ্জিনিয়ার ইশরাক। পরে যাত্রাবাড়ী এলাকায় ঘুরে ঘুরে বিভিন্ন রাস্তায় স্প্রে করেন তিনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status