ভারত

মোদীর ভিডিও বার্তা নিয়ে কৌতুহল তুঙ্গে

কলকাতা প্রতিনিধি

২ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার, ৭:১৭ পূর্বাহ্ন

দেশবাসীর উদ্দেশ্যে ভিডিও বার্তা দিতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার ভারতীয় সময় সকাল ন'টায় এই ভিডিওবার্তা সম্প্রচারিত হবে। টুইটারে এই খবর জানিয়ে মোদী বলেছেন, প্রিয় ভারতবাসীকে ছোট্ট ভিডিও বার্তা দেবেন। এর আগে জাতির উদ্দেশে ভাষণে ভারত জুড়ে দু'সপ্তাহের লকডাউন ঘোষণা করেছিলেন। সেই লকডাউনের নয় দিন পার হয়েছে। দশম দিনে মোদী দেশবাসীকে কি বার্তা দিতে চলেছেন তা নিয়ে কৌতুহল তুঙ্গে। বৃহস্পতিবারই প্রধানমন্ত্রী বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বলেছেন, লকাডউনের পরে করোনাভাইরাসের সংক্রমণ যাতে ফের ছড়িয়ে না পড়ে তার জন্য কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ের মাধ্যমে একটি যৌথ পরিকল্পনা তৈরি করা জরুরি। সূত্রের খবর, মোদী বলেছেন, লকডাউন উঠে যাওয়ার পরেই আগেকার মতো সব কিছু গতানুগতিক চলতে শুরু করল, এমনটা হতে দেওয়া যায় না। বরং তার পরেও কিছু নিয়ন্ত্রণ বা সতর্কতা নিতে হবে। এই পরিপ্রেক্ষিতে মোদীর বার্তায় কি থাকতে পারে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। ওয়াকিবহাল মহলের অনুমান, সারা দেশে করোনাভাইরাসের সংক্রমণ এবং লকডাউনের জেরে উদ্ভুত পরিস্থিতি নিয়ে বার্তা দিতে পারেন প্রধানমন্ত্রী। লকডাউনের মধ্যেও যাঁরা বাইরে বেরোচ্ছেন, থাকতে পারে তাঁদের উদ্দেশেও বার্তা। এ ছাড়া অত্যাবশ্যকীয় পণ্য ও ওষুধ সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখার কথাও থাকতে পারে তাঁর বক্তব্যে। তাছাড়া যেভাবে সংক্রমনের ঘটনা বাড়ছে তাতে চিন্ত দেশের স্বাস্থ্য মন্ত্রক। বৃহস্পতিবার রাত পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৯৬৫এ। তবে এর মধ্যে ১৫১ জন সুস্থ হয়েছেন। মৃত্যু হয়েছে৫০ জনের। তবে গত ২৪ ঘন্টায় রেকর্ড ৩২৮ জনের সংক্রমণের খবর জানা গেছে অধিকাংশ সংক্রমনের সঙ্গে যুক্ত দিল্লি তাবলিগ জামায়েত। এদিকে পশ্চিমবঙ্গেও করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫৩। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ জন আক্রান্ত হয়েছেন করোনায়। এখনও পর্যন্ত রাজ্যে করোনা-আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৭ জন। করোনা মোকাবিলায় রাজ্যের গঠিত বিশেষজ্ঞ কমিটির সদস্যেরা বৃহস্পতিবার নবান্ন থেকে এই পরিসংখ্যান জানিয়েছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status