অনলাইন

জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় আছি : সাঈদ খোকন

স্টাফ রি‌পোর্টার

২ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার, ৬:৫২ পূর্বাহ্ন

এই শহরের দেড় কোটি মানুষকে রক্ষা করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জীবনের ঝুঁকি নিয়ে আমি রাস্তায় আছি এবং থাকবো। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন এসব কথা বলেছেন।

বৃহস্পতিবার বিকেলে পুরান ঢাকার বংশাল এলাকায় করোনায় কর্মহীন হয়ে পড়া রিকশা চালকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কালে তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, আমরা বিনামূল্যে ৫০ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছি। সেই কর্মসূচির আওতায় আজ আমরা নর্থসাইথ সড়কের রিকশা চালকদের মাঝে বিতরণ করছি। আমরা লক্ষ্য  করছি অনেক রিকশা চালক কর্মহীন হয়ে পড়েছেন। তাই আমরা তাদেরকে খাদ্যসামগ্রী দিয়েছি।
তিনি আরও বলেন, আমরা এরই মধ্যে ৭০টি ওয়ার্ডের তালিকা গ্রহণ করেছি। আজ আমাদের ২০টি ওয়ার্ডে খাদ্যসামগ্রী পৌঁছে যাবে। সেই ওয়ার্ডের সংশ্লিষ্ট কাউন্সিলর আমাদের আওয়ামী লীগের নেতৃত্বে ও সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার সমন্বয়ে সেগুলো বিতরণ করা হচ্ছে। তারা বাসায় বাসায় খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন।
প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা আপনাদের পাশে আছি। আমাদের নেত্রী ঘোষণা দিয়েছেন,দেশে পর্যাপ্ত পরিমাণের খাদ্যসামগ্রী রয়েছে। ভয় পাওয়ার কোনও কারণ নেই। শুধু একটি বিষয় আপনাদের বারবার বলছি আপনারা ঘরে থাকুন ঘরে থাকুন এবং ঘরে থাকুন। আপনাদের সতর্কতা আপনার এবং আপনার প্রিয়জনকে রক্ষা করতে পারে। শেখ হাসিনা আপনাদের সঙ্গে আছে। তার সৈনিক হিসেবে আমরা জীবনের ঝুঁকি নিয়ে হলেও রাজপথে আছি এবং থাকেবো।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status