অনলাইন

রাজশাহীকে সুরক্ষিত রাখতে কঠোর অবস্থানে সেনাবাহিনী

স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে

২ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার, ৬:১২ পূর্বাহ্ন

করোনা   সংক্রমণ   ঝুঁকি এড়াতে আগামী এক সপ্তাহ সামাজিক দুরত্ব মানা অপরিহার্য। কিন্তু রাজশাহীতে নির্দেশনা উপেক্ষা করে ঘর থেকে বেরিয়ে আসতে শুরু করেছে সাধারণ মানুষ। বার বার সতর্ক করা হলেও কাজ হচ্ছে না।এসব মানুষকে ঘরমুখী করতে বৃহস্পতিবার সকাল থেকেই মাঠে কাজ করছে সেনাবাহিনী। সকাল থেকেই নগরীতে সেনাবাহিনীর কঠোর অবস্থা চোখে পড়েছে। করোনা   সতর্কতায়   আগামী   ৯   এপ্রিল   পর্যন্ত   সাধারণ   ছুটি ঘোষণা করে সরকার। নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানপাট ও কাঁচাবাজার ছাড়া সব ধরনের বিপণী-বিতানও বন্ধ করা হয়। এসময়ের মধ্যে জরুরি প্রয়োজন ছাড়া ঘর হতে না হওয়ার ক্ষেত্রেও কড়াকড়ি জারি করে সরকার।   চিকিৎসকরা   বলছেন,   করোনা   ঝুঁকি   এড়াতে   আগামী সাতদিন সামাজিক দুরত্ব বজায় রাখা খুবই জরুরি।রাজশাহী মেডিকেল কলেজের করোনা চিকিৎসা কমিটির আহ্বায়ক অধ্যাপক   ডা.   আজিজুল   হক   আজাদ   বলেন,   করোনা   ভাইরাস   ২-১৪ দিনে পর্যন্ত মানবদেহে সুপ্ত অবস্থায় থাকতে পারে। তাই ১৪দিন পর বোঝা যাবে সংক্রমিত হয়েছে কি না। এজন্য সেই হিসেবে আগামী   সাতদিন   খুবই   সতর্ক   থাকতে   হবে।   সামাজিক দুরত্ব বজায় রাখতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।এবিষয়ে রাজশাহী জেলা প্রশাসক মো. হামিদুল হক বলেন, নানা অজুহাতে   ঘর   হতে   বেরুতে   শুরু   করেছে   মানুষ।   নগরীতে   অটোর সংখ্যাও আগের চেয়ে  বেড়েছ। তাই এ বিষয়ে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করছি ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status