অনলাইন

কক্সবাজারে করোনা নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য, আটক ১

স্টাফ রিপোর্টার, কক্সবাজার থেকে

২ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার, ৬:০৭ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালিক, আইইডিসিআর এর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা সহ অন্যান্যদের বিরুদ্ধে চলমান করোনা সংকট নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর স্ট্যাটাস দেওয়ায় রাশেদুল আমিন (৪৩) নামক একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫।
বুধবার দিবাগত রাত ১২টার দিকে তাকে ঝাউতলা গাড়ির মাঠ এলাকার ২ নম্বর গলির ১১ নম্বর বাড়ির সাকুরা ভবন থেকে আটক করা হয়। ধৃত ব্যক্তির বিরুদ্ধে ‘সিরাজ সিকদার’ নামীয় একটি ফেইসবুক আইডি থেকে করোনা ভাইরাস সংক্রান্ত মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ আনা হয়েছে। একইসাথে তার মোবাইল ফোনটিও জব্দ করা হয়েছে।কক্সবাজার সদর মডেল থানার ওসি সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির জানান, ধৃত রাশেদুল আমিনকে বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করে র‍্যাব। তার বিরুদ্ধে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ১৫/২৯/৩১ নম্বর ধারায় একটি মামলা দায়ের করেছে র‍্যাব।
ধৃত রাশেদুল আমিন বাড়ি লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জের ইসলামপুর ইউনিয়নের পালপাড়া। তিনি ওই এলাকার নুরুল আমিন ও রশিদা বেগমের সন্তান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status