বাংলারজমিন

রাজনগরে নগদ টাকাসহ ৫ জুয়াড়ি আটক

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি

২ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার, ১২:৫৮ অপরাহ্ন

সারাদেশ যখন করোনাভাইরাস আতঙ্কে ভুগছেন ঠিক সে সময়ই মনের সুখে জুয়া খেলছিল তারা। হয়তো তাদের মনে কোনো ভয়-ডর ছিলনা করোনা ভাইরাস নিয়ে। কিন্তু পুলিশের হাত থেকে রেহাই পায়নি জোয়ারীর দল। গোপন সংবাদের ভিত্তিতে রাজনগর থানার পুলিশ সদর ইউনিয়নের দাসিলা গ্রাম থেকে নগদ টাকাসহ পাঁচজন জোয়ারিকে আটক করেছে। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার সদর ইউনিয়নের গ্রামের জাহাঙ্গীর মিয়ার বাড়িতে একদল লোক জোয়া খেলছে বলে সংবাদ যায় রাজনগর থানার পুলিশের কাছে। খবর পেয়ে রাত 1 টা ৩০ মিনিটের সময় রাজনগর থানার উপ-পরিদর্শক বিনয় চক্রবর্তী , উপ-পরিদর্শক আবু মোকছেদ পিপিএম ও উপ-পরিদর্শক সুলেমান হোসেনের সমন্বয়ে একদল পুলিশ অভিযান চালায়। অভিযানের সময় পুলিশ জাহাঙ্গীর মিয়ার ঘর থেকে পাঁচ জুয়াড়িকে আটক করে।

আটককৃতরা হলো- দাসটিলা গ্রামের মো. সুজন মিয়া (৩২) মোহাম্মদ জাহাঙ্গীর মিয়া (৩৩) মোঃ তাহের মিয়া (৫৫) গ্রামের মামুন মিয়া (২৬) ও নন্দীগ্রামের আকাশ মিয়া (২৫) কে হাতেনাতে আটক করে। এসময় তাদের কাছ থেকে পুলিশ জোয়ার সরঞ্জামাদি ও নগদ তিন হাজার ৫৩০ টাকা উদ্ধার করে। এ ব্যাপারে রাজনগর থানার উপ-পরিদর্শক (এসআই) বিনয় চক্রবর্তী বাদী হয়ে মামলা (নং ২, তা-২/৪/২০) করেছেন। মামলা তদন্ত করছেন উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম।

রাজনগর থানার উপ-পরিদর্শক (এসআই) বিনয় চক্রবর্তী বলেন খবর পেয়ে আমরা সাথে সাথে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে। তাদের কাছ থেকে নগদ টাকা উদ্ধার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status