অনলাইন

রাজধানীতে বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযান

স্টাফ রিপোর্টার

১ এপ্রিল ২০২০, বুধবার, ৬:৪২ পূর্বাহ্ন

রাজধানীতে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে তিনটি কাঁচাবাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ জুরাইন বালুর মাঠ কাঁচাবাজার, ধলপুর কাঁচাবাজার এবং মানিকনগর কাঁচাবাজারে অভিযান চালানো হয়।অভিযানে চাল, ডাল, আটা, ময়দা, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করায় একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তররে সহকারিপরিচালক মো. আবদুল জব্বার মন্ডল জানান,অভিযানের সময় হ্যান্ডমাইকে চাল, ডাল, রসুন, আদা, পেঁয়াজ, মরিচসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন করা এবং প্রদর্শনকৃত মূল্য অপেক্ষা অধিক মূল্যে উক্ত পণ্য বিক্রিনা করা, করোনাকে কেন্দ্র করে অতি মুনাফা লাভ থেকে বিরত থাকা জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানানো হয়।

উপস্থিত ভোক্তা, ব্যবসায়ী ও পথচারীদের মাঝেদুই হাজার মাস্ক বিতরণ করা হয়। এছাড়াও টিসিবি এবং খাদ্য অধিদফতর কর্তৃক (ট্রাক সেল) ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির কার্যক্রম তদারকি করা হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status