অনলাইন

ক্ষতিগ্রস্ত ৭৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেবে রেড ক্রিসেন্ট সোসাইটি

স্টাফ রিপোর্টার

১ এপ্রিল ২০২০, বুধবার, ৬:৪১ পূর্বাহ্ন

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, করোনাভাইরাস (কোভিড-১৯) এ ক্ষতিগ্রস্ত দেশের অসহায় ও নিম্ন আয়ের ৭৫ হাজার পারিবারকে খাদ্য সহায়তা প্রদানের পরিকল্পনা গ্রহন করেছে। রেড ক্রিসেন্ট সোসাইটি জানায়, রাজধানীসহ দেশের ৬৪ জেলার ৬৮টি রেড ক্রিসেন্ট ইউনিটের মাধ্যমে সবচেয়ে ক্ষতিগ্রস্ত বিশেষত যারা দৈনিক আয়ের ওপর নির্ভরশীল তাদের মধ্য থেকে বাছাইকৃত প্রতিটি পরিবারের মাঝে ফুড পার্সেল (চাল, ডাল ,আটা, তেল,চিনি, লবন ও সুজি) বিতরণ করা হবে। এছাড়াও প্রয়োজনে করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসার সুবিধার্তে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল ও চট্রগ্রাম জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালকে প্রস্তুত করা হচ্ছে। দেশে যদি করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা মাত্রাতিরিক্ত বৃদ্ধি পায় সেক্ষেত্রে সরকারের অনুমতিক্রমে এসব হাসপাতালে আইসোলেশন ইউনিট চালু করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।

রেড ক্রিসেন্ট সোসাইটি জানায়, করোনাভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজধানীসহ সারাদেশে অব্যাহতভাবে নানা সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। ইতোমধ্যে, রাজধানীসহ ৬৭টি রেড ক্রিসেন্ট ইউনিটে প্রায় ৫ লাখ সচেতনতামূলক লিফলেট বিতরণসহ জীবাণুনাশক স্প্রে করা, প্রচারণা মাইকিংসহ হাত ধোয়ার অভ্যাস গড়তে বেসিন স্থাপন করা হয়েছে।

আজ বুধবার বিকেলে করোনা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গৃহিত বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা ও পরবর্তী কর্মপন্থা অনুযায়ী কার্যক্রম বাস্তবায়ন সম্পর্কিত এক সমন্বয় সভা সোসাইটির বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান ও আইএফআরসির গভার্নিং বোডের সদস্য প্রফেসর ডা: মো: হাবিবে মিল্লাত, এমপি। এসময় সোসাইটির মহাসচিব মো: ফিরোজ সালাহ্ উদ্দিন, উপ মহাসচিব মো: রফিকুল ইসলামসহ পরিচালকবৃন্দ ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভা শেষে সোসাইটির ভাইস চেয়ারম্যান ফেইসবুক লাইভে সারাদেশে কর্মরত স্বেচ্ছাসেবকদের সাথে সরাসরি কথা বলেন, উৎসাগ ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

এদিকে, করোনাভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে বুধবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকরা রাজধানীর বেশ কয়েকটি টিভি চ্যানেলসহ রাজধানীর বিভিন্ন এলাকায় জীবণুনাশক স্প্রে কার্যক্রম পরিচালনা করে। এছাড়াও বুধবার দিবাগত রাতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা যৌথভাবে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালসহ রাজধানীর ৮ টি হাসপাতালে জীবাণুনাশক স্প্রে করবে।

অপরদিকে, সারাদেশে জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে নিয়মিত কার্যক্রম হিসেবে জীবাণুনাশক স্প্রে কার্যক্রম ও লিফলেট বিতরণ কার্যক্রমের পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখার কাজটি করতে জনগণকে উৎসাহিত করছে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা। এছাড়াও প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হওয়ার অনুরোধ জানিয়ে বিভিন্ন জেলায় মাইকিং করা হচ্ছে বলে ইউনিটে দায়িত্বরত কর্মকর্তাগণ জানান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status