অনলাইন

রূপগঞ্জে চাচাতো ভাইয়ের হাতে ব্যবসায়ী খুন

স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে

১ এপ্রিল ২০২০, বুধবার, ৩:৫৩ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হাতে এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। চাচাতো ভাই ও ভাইপোরা তাকে এলোপাথারী ছুরিকাঘাত করে নির্মমভাবে হত্যা করে। এ সময় দুইপক্ষের সংঘাতে আহত হয় অন্তত আরো ১০ জন। বুধবার সকালে উপজেলার গোলাকান্দাই ইউনিয়নের পোড়াবো এলাকায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।
নিহতের ভাই অসনী সরকার জানান, দির্ঘদিন যাবত তাদের চাচাতো ভাই জীবন সরকারের সাথে তাদের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। বুধবার সকাল ৮টার দিকে নিহতের ছেলে ও অনুমোদিত আমিন যিষ্ণু সরকার বাড়ির জমি মাপামাপি শুরু করে। এতে ক্ষিপ্ত হয়ে জীবন সরকার তার ছেলে  অর্জূন, নকুল,সহদেবসহ তাদের পরিবারের লোকজন টেটা বল্লম, ছোড়া, রামদাসহ দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে তাদের বাড়িতে হামলা করে। এসময় তারা এলোপাথারী কুপিয়ে, টেটাবিদ্ধ করে তাকেসহ তার ভাই অবিনাশ সরকার ভাতিজা যিষ্ণু সরকার ছেলে পুলক, অনিক, মেয়ে কাকলী, মাধবী, জয়ন্তি,সুজনসহ অন্তত ১০জনকে গুরুতর আহত করেন হামলাকারীরা। মারত্মক আহত অবস্থায় গাউছিয়া মার্কেটের কাপড় ব্যবসায়ী তার ভাই অবিনাশ সরকার (৪৫) স্থানীয় মেমোরি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিাকিৎসকগণ তাকে মৃত ঘোষনা করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন।
এ ব্যাপারে রূপগঞ্জ  থানার অফিসার মাহমুদুল হাসান বলেন, হত্যাকান্ডের পরপরই আসামীরা গাঢাকা দিয়েছে। তাদের গ্রেফতারে বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে পুলিশ।  লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ। এঘটনায় মামলা দায়েরর  প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status