অনলাইন

তাকে ঘিরে অনেক স্মৃতি

মু আ কুদ্দুস

১ এপ্রিল ২০২০, বুধবার, ১২:৪০ অপরাহ্ন

স্বপন, আমার কব্যের প্রথম ছবি তুলেছেন।সাতটি প্রকাশিত গ্রন্থের প্রতিটিতে তার তোলা ছবি। তিনি আজ হারিয়ে গেলেন। চায়ের টেবিলে তার ফোন আসবে না।বলবে না,আমি ভালো নেই। বলবে না দুপুরে বিরিয়ানী খাওয়ার কথা। খাওয়া আর খাওয়ানো দুটোই ছিলো তার নেশা। সন্ধ্যা হলে কী খেতে চান, না বললেই ক্যামেরা কাঁধে বের হয়ে যেতেন।এমন একজন উদার মনের মানুষকে অনেক আগেই আমরা হারিয়েছি,যেদিন তিনি অসুস্থ অবস্থায় দেশ ছেড়েছেন। যাওয়ার সময় বার বার দোয়া চেয়েছেন। বুঝতে পারিনি , এটাই তাঁর শেষ যাওয়া। নিউইয়র্কে যাওয়ার পর তাঁর সঙ্গে কথা হতো,তখন মনে, হতো খুব কাছ থেকেই আমরা কথা বলছি। ফোন ছাড়তে চাইছেন না।এক নিঃশ্বাসে নিতেন বাড়ির খবর, নিতেন মানবজমিন পত্রিকার খুঁটি নাটি। আমেরিকায় গিয়ে তিনি ভালো ছিলেন না, একথা দিয়েই তিনি কী করছেন বলা শুরু করতেন। সহকর্মী ছিলেন না, ছিলেন বন্ধু। টাকা লাগবে ,,সঙ্গে সঙ্গে পকেটে থেকে বের করে দিতেন। একদিন সন্ধ্যায় আমরা কেন্টিনে এমন সময় ফোন। সবাই কথা বলছি, দুষ্টামি করছি আর তিনি মজা করে উত্তর দিচ্ছেন। আমাকে বললেন, খুব তাড়াতাড়ি দেশে আসবো কী কী আনবো। বললাম, কিছু লাগবে না।আসেন এবার হাজির বিরানি খাবো। এতে তিনি খুশি হলেন না। বললেন, আপনার মেয়ের জন্য কিছু আনবো।আর আপনার জন্য চেরি ফল।আজ ভোরে অষ্ট্রেলিয়া থেকে ফোন আমার মেয়ের। ফোন রিসিভ করার আগেই কেটে গেলো। আমি তাকে ফোন না দিয়ে ফেসবুক দেখতে গেলাম, শুরুতেই দেখলাম ,এ হাই স্বপন আর নেই। করোনা তাকে নিয়ে গেছে না ফেরার দেশে। তাঁকে ঘিরে বহু স্মৃতি , বহু কথা। সবকিছুই আজ হারিয়ে গেলো। থাকলো পৃথিবী , তার চেনা জানা জগৎ। স্বপন ভাই তুমি যেখানে থাকো। ভালো থেকো। আল্লাহ তায়ালা তুমি তাকে বেহেশত নসিব করিও।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status