বিশ্বজমিন

করোনা: আক্রান্ত ৮ লাখ ২৩ হাজার ছাড়িয়েছে, মৃত ৪০ হাজারের বেশি

মানবজমিন ডেস্ক

৩১ মার্চ ২০২০, মঙ্গলবার, ১১:১৮ পূর্বাহ্ন

করোনা ভাইরাসে বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ৮ লাখ ২৩ হাজার ছাড়িয়েছে। মারা গেছেন ৪০ হাজারের বেশি মানুষ। জন হপকিন্স ইউনিভার্সিটির হিসাব অনুসারে, এই প্রতিবেদনে লেখা পর্যন্ত ১৭৯টি দেশ বা অঞ্চলজুড়ে নিশ্চিত আক্রান্ত হয়েছেন অন্তত ৮ লাখ ২৩ হাজার ৪৭৯ জন। মারা গেছেন ৪০ হাজার ৬৩৬ জন। সুস্থ হয়ে উঠেছেন মোট ১ লাখ ৭৪ হাজার ১৯ জন।
জন হপকিন্স ইউনিভার্সিটির হিসাব অনুসারে, বিশ্বজুড়ে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন আক্রান্ত হয়েছেন অন্তত ১০ হাজারের বেশি মানুষ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৫ হাজার ৬৭ জনে। এছাড়া, মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪১৫ জনে। এর মধ্যে বিগত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৭০ জনের বেশি।
আক্রান্ত যুক্তরাষ্ট্রে বেশি হলেও, সবচেয়ে বেশি মানুষ মারা গেছে ইতালিতে। জন হপকিন্স অনুসারে, সেখানে বিগত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো ৮৩৭ জন। আক্রান্ত হয়েছেন আরো ৪ হাজার ৫৩ জন। এতে মোট মৃত ও আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে যথাক্রমে ১২ হাজার ৪২৮ ও ১ লাখ ৫ হাজার ৭৯২ জনে। আক্রান্ত ও মৃতের দিক দিয়ে ইতালির পরই রয়েছে স্পেন। সেখানে আক্রান্ত হয়েছেন অন্তত ৯৪ হাজার ৪১৭ জন। মারা গেছেন অন্তত ৮ হাজার ২৬৯ জন। এর মধ্যে নতুন মৃত ও আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৫৫৩ জন ও ৬ হাজার ৪৬১ জন।  
ভাইরাসটির প্রাদুর্ভাব সবচেয়ে বেশি দেখা গেছে ইউরোপে। প্রতিদিন সেখানে হাজারে হাজারে বাড়ছে মৃত ও আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার নেদারল্যান্ডসে মৃতের সংখ্যা এক হাজার অতিক্রম করেছে। ফ্রান্সে আক্রান্তের সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়েছে। মারা গেছেন অন্তত ৩ হাজার ৩২ জন। একইভাবে জার্মানিতে মৃত ও আক্রান্তের সংখ্যা বেড়ে যথাক্রমে ৬৮ হাজার ১৮০ জন ও ৬৮২ জনে পৌঁছেছে। বৃটেনে আক্রান্তের সংখ্যায় বড় পরিবর্তন এসেছে। একদিনে আক্রান্ত হয়েছেন ৪ হাজারের বেশি মানুষ। মারা গেছেন ৩০০’র বেশি। দেশটিতে মোট মৃত ও আক্রান্তের সংখ্যা যথাক্রমে ২৫ হাজার ৪০০ ও  ১ হাজার ৭০০ ছাড়িয়েছে।
এশীয় দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ভাইরাসটির উতপত্তিস্থল চীনে। সর্বশেষ প্রাপ্ত তথ্যানুসারে, সেখানে মোট আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ২৭৮ জন। মারা গেছেন ৩ হাজার ৩০৯ জন। এদিকে, ইরান মঙ্গলবার জানিয়েছে, দেশটিতে নতুন ৩ হাজার ১১১ জন মানুষ আক্রান্ত হিসেবে সনাক্ত হয়েছেন। মারা গেছেন আরো ১৪১ জন। এতে দেশটিতে মোট মৃত ও আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৮৯৮ জন ও ৪৪ হাজার ৬০৬ জনে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status