অনলাইন

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে একদিনের বেতনের টাকা দিবেন রেল কর্মকর্তারা

স্টাফ রিপোর্টার

৩১ মার্চ ২০২০, মঙ্গলবার, ৮:৩৫ পূর্বাহ্ন

করোনা ভাইরাসের কারণে দেশব্যাপী কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের জন্য একদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে দিবেন বাংলাদেশ রেলওয়ে ও রেলপথ পরিদর্শন অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীরা।

আজ মঙ্গলবার রেল মন্ত্রণালয়ের উপসচিব মীর আলমগীর হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করােনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশে সরকারের অফিস-দফতর ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সব মানুষকে নিজ নিজ গৃহে অবস্থান করতে বলা হয়েছে। ফলে খেটে খাওয়া মানুষ কাজে যেতে পারছে না। এ অবস্থায় স্বল্পআয়ের, খেটে খাওয়া মানুষদের আর্থিক সহায়তার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ইতোমধ্যে বিভিন্ন সরকারি সংস্থা, দফতর আর্থিক সহায়তা প্রদান করেছে।

বিজ্ঞপ্তিততে অারো বলা হয়, এমন পরিস্থিতিতে বাংলাদেশ রেলওয়ে ও রেলপথ পরিদর্শন অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীদের মার্চের একদিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান করা হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status