বাংলারজমিন

ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে একহাজার কিট হস্তান্তর শিক্ষা উপমন্ত্রী’র

সীতাকুন্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

৩১ মার্চ ২০২০, মঙ্গলবার, ৬:৫৩ পূর্বাহ্ন

নয়শ সরকারী ও একশত ব্যক্তিগত করোনা ভাইরাস শনাক্তকরণ কিট সীতাকুন্ডের ফৌজদারহাট বিশেষায়িত হাসপাতাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতালে হস্তান্তর করেন চট্টগ্রাম নগরীর কোতোয়ালি আসনের সংসদ সদস্য শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি গতকাল বিকালে গাড়ি যোগে ঢাকা থেকে সীতাকুন্ডের ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে আসেন। সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন আইইডিসি’র পক্ষ থেকে পাঠানো কিটগুলো যত্ন সহকারে নিয়ে তিনি সড়ক পথে রওনা দেন। নওফেল সরকারী নয়শত কিট ছাড়াও তিনি ব্যক্তিগত পক্ষ থেকে একশত কিট, একশত পিপিই, একহাজার মাস্ক, আড়াইশত পিস মাথার ক্যাপ হাসপাতালে হস্তান্তর করেন। এসময় ব্যারিস্টার নওফেল বলেন, এই মুহুর্তে যানবাহন চলাচলে বিধি-নিষেধের মধ্যে কিটগুলো যথাসময়ে নিরাপদে পৌঁছানো দরকার। তাই আমাকে এ দায়িত্ব দেয়া হয়েছে। আমি ফৌজদারহাট বিআইটিআইডিতে কিটগুলো পৌঁছে দিয়েছি। সরকার যেকোন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে। এছাড়া দেশে কোন প্রকার খাদ্য সংকট নেই। সবাইকে করোনা মোকাবেলায় সচেতনতা মেনে চলতে তিনি অনুরোধ করেন। উল্লেখ্য, নানামুখী অনিশ্চয়তার মধ্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল দেখা করেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেকের সঙ্গে। তিনি স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের সঙ্গেও কথা বলেন। নওফেলের এ উদ্যোগের ফলে প্রথম দফায় কিছু পরিমাণ কিট আসার পর গত বুধবার থেকে চট্টগ্রামে করোনা শনাক্তকরণ শুরু হয়। এবার দ্বিতীয় দফায় আরো একহাজার কিটের ব্যবস্থা হওয়ায় চট্টগ্রামে করোনা শনাক্তকরণের সুযোগ আরো বিস্তৃত হল। করোনা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন শেখ ফজলে রাব্বী, চট্টগ্রাম সিটি করর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আক্তার, বিআইটিআইডি'র পরিচালক ডা. এম.এ হাসান,  করোনা সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটির প্রধান ডা. মামুনুর রশীদ প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status