অনলাইন

শিবচরে সেনাবাহিনীর মাইকিং

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

৩১ মার্চ ২০২০, মঙ্গলবার, ১২:১৬ অপরাহ্ন

করোনা সর্তকতায় শিবচরের বিভিন্ন বাজারে বাজারে নিয়মিত টহল দিচ্ছে সশস্ত্র বাহিনী।  প্রয়োজন ছাড়া অযথা বাহিরে ঘোরাঘুরি না করার অনুরোধ করছেন মাইকিং করে। এছাড়াও সেনাবাহিনীর পক্ষ থেকে বিভিন্ন মানুষের মাঝে হান্ড গ্লাভস, মাস্ক বিতরণ করা হয়। বিশেষ করে শিবচরের ৪টি ঝুঁকিপূর্ন এলাকায় নিয়মিত টহল দিচ্ছেন সেনাবাহিনী।
সশস্ত্র বাহিনী জানান, করোনা সংক্রমণ মোকাবেলায় স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে গত মঙ্গলবার থেকে শিবচরসহ মাদারীপুর জেলার বিভিন্ন বাজার, রাস্তাসহ গুরুত্বপূর্ন জায়গায় টহল দিচ্ছে সেনাবাহিনী। জেলা ও উপজেলা শহরে সামাজিক দূরত্ব বজায় ও সতর্কতামূলক ব্যবস্থার জন্য নিয়মিত টহল অব্যাহত রয়েছে। করোনা মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সার্বিক সহায়তা প্রদানের লক্ষ্যে মাঠে কাজ করছে। কেউ যাতে অপ্রয়োজনে বাড়ির বাহিরে না যায়। সবাই যাতে সামাজিক দূরত্ব বজায় রাখে। হান্ড গ্লাভস ও মাস্ক পরে সবাই যাতে বাহিরে বের হন এ ব্যাপারে সচেতনতামূলক কার্যক্রম পালন করা হচ্ছে সেনাবাহিনীর পক্ষ থেকে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status