খেলা

অস্ট্রেলিয়া অধিনায়কের ক্রেডিট কার্ড চুরি, ব্যাংক জানালো চোর গিয়েছিল ম্যাকডোনাল্ডসে

স্পোর্টস ডেস্ক

৩১ মার্চ ২০২০, মঙ্গলবার, ১১:৩৪ পূর্বাহ্ন

চলমান লকডাউন পরিস্থিতিতে মাঠের বাইরে সময় কাটছে ক্রিকেটারদের। ফিটনেস ঠিক রাখতে বেগ পেতে হচ্ছে তাদের। তবুও চেষ্টা কমতি রাখছেন না। অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক টিম পেইন তার গাড়ি রাখার গ্যারেজকে বানিয়েছেন জিমনেশিয়াম। আর নিজের গাড়ি রেখেছেন বাড়ির বাইরে খোলা জায়গায়। তার এই সিদ্ধান্তই কাল হলো। গাড়িতে থাকা মানিব্যাগ চুরি করে নিয়ে গেছে চোর।

গাড়ির দরজা ভেঙে নিয়ে যাওয়া মানিব্যাগে ছিল ক্রেডিট কার্ডসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস। কার্ড নিয়ে ম্যাকডোনাল্ডসে খেতেও গিয়েছিল সেই চোর। এতকিছু ঘটে যাওয়ার পরও কিছুই জানতেন না অজি অধিনায়ক। ক্রেডিট কার্ডের লেনদেনে সন্দেহ হওয়ায় ব্যাংক যোগাযোগ করে পেইনের সঙ্গে। তখন তিনি কার্ডের সন্ধান করতে গিয়ে দেখেন তার গাড়ির দরজা ভাঙা। স্থানীয় রেডিওর এক অনুষ্ঠানে এসব ঘটনার বর্ণনা দিতে গিয়ে ৩৫ বছর বয়সী এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান বলেন,‘সকালে ঘুম থেকে উঠে দেখি ব্যাংক থেকে যোগাযোগ করে বলা হয়েছে, ক্রেডিট কার্ডের কিছু লেনদেন তাদের কাছে সন্দেহজনক মনে হয়েছে। গাড়িতে রাখা কার্ড নিতে গিয়ে দেখি দরজা ভাঙা। মানিব্যাগটাও নেই। মানিব্যাগে ছিল ক্রেডিট কার্ড। আমি দেখলাম কার্ড নিয়ে সেই ব্যাক্তি ম্যাকডোনাল্ডসে গিয়েছিল। মনে হয় সে ক্ষুধার্ত ছিল।’

২০১৮ সালের মে মাসে ওয়ানডেতে প্রথমবার অস্ট্রেলিয়ার অধিনাকের দায়িত্ব পান টিম পেইন। সে বছরের নভেম্বরে অ্যারন ফিঞ্চ তার স্থলাভিষিক্ত হন। তার আগে অক্টোবরে টেস্ট দলের নেতৃত্ব পান তিনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status