বিশ্বজমিন

সহযোগী আক্রান্ত, সেল্ফ-আইসোলেশনে ইসরাইলের প্রধানমন্ত্রী

মানবজমিন ডেস্ক

৩০ মার্চ ২০২০, সোমবার, ১০:৫১ পূর্বাহ্ন

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু (৭০) সেল্ফ-আইসোলেশনে আছেন। সোমবার তার এক সহযোগীর মধ্যে করোনা ভাইরাস সনাক্ত হওয়ার পর আইসোলেশন বেছে নিয়েছেন তিনি। তবে কর্মকর্তারা জানিয়েছেন, নেতানিয়াহুর আক্রান্ত হওয়ার আশঙ্কা কম। এ খবর দিয়েছে সিএনবিসি।
খবরে বলা হয়, মঙ্গলবার নেতানিয়াহুর পরীক্ষা করা হবে। এর আগে ১৫ই মার্চ একবার করোনায় আক্রান্ত সন্দেহে তার পরীক্ষা করা হয়েছিল। তবে ওই পরীক্ষার ফলাফল নেতিবাচক আসে।
ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেসনা অনুসারে, আক্রান্তদের আশপাশে থাকলে ১৪ দিন সেল্ফ-আইসোলেশনে থাকতে হয়। স্থানীয় গণমাধ্যম অনুসারে, নেতানিয়াহুর ওই আক্রান্ত সহযোগী গত সপ্তাহে পার্লামেন্টের অধিবেশনে উপস্থিত ছিলেন। ওই অধিবেশনে নেতানিয়াহুসহ বিরোধীদলীয় নেতারাও উপস্থিৎ ছিলেন।
এক সরকারি কর্মকর্তা জানান, প্রাথমিক পর্যালোচনা অনুসারে, নেতানিয়াহু ওই আক্রান্তের সংস্পর্শে আসেননি। তার সেল্ফ-আইসোলেশনের প্রয়োজন নেই। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখা পর্যন্ত তিনি ও তার সহযোগীরা আইসোলেশনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
প্রসঙ্গত, ইসরাইলে এই প্রতিবেদন লেখা পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন অন্তত ৪ হাজার ৩৪৭ জন। মারা গেছেন অন্তত ১৫ জন।
Ok
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status