অনলাইন

এবার খাদ্য হাতে দ্বারেদ্বারে দুঃসময়ের নেতা আব্দুল মান্নান

প্রতীক ওমর, বগুড়া থেকে

৩০ মার্চ ২০২০, সোমবার, ১০:২৪ পূর্বাহ্ন

সারা বিশ্বকে ভয়ঙ্কর পরিস্থিতিতে ফেলেছে অদৃশ্য শত্রু করোনা ভাইরাস। দুই শতাধিক দেশে আঘাত হেনেছে ভাইরাসটি। আক্রন্ত হয়েছে বিশ্বে অন্তত সাড়ে ৭ লাখ মানুষ। মৃত্যু হয়েছে ৩৫ হাজারের বেশি। এমন পরিস্থিতিতে পুরো দুনিয়া প্রায় লক ডাউন হয়ে পড়েছে। অর্থনৈতিক মন্দা ইতোমধ্যেই চরম আকার ধারণ করেছে। বৈদেশিক ব্যবসায়িক লেনদেন একেবারেই বন্ধ। বন্ধ হয়েছে কলকারখানা। লাখ লাখ মানুষ চাকরিচ্যুত হয়ে পড়েছে। বেকার হয়ে ঘরবন্দি হয়ে পড়েছে অসংখ্য দিনমজুর।
এমন পরিস্থিতিতে বিপদগ্রস্ত মানুষদের পাশে বরাবরের মতই দাঁড়িয়েছেন বগুড়ার একজন সমাজসেবক, রাজনীতিক ব্যাক্তিত্ব আব্দুল মান্নান আকন্দ। তিনি ইতোমধ্যেই বগুড়া শহরের ছিন্নমূল মানুষদের রাতের খাবার পৌছে দিচ্ছেন। শহরের রেল স্টেশন, সাতমাথা এলাকায় যারা রাস্তায় রাত্রি যাপন করে, তাদের মুখে তুলে দিচ্ছেন রাতের খাবার। করোনাভাইরাস মোকাবেলায় অন্য সব শহরের মত বগুড়া শহরের প্রায় সব ধরণের কার্যক্রম বন্ধ হয়ে পড়ায় এসব মানুষ চরম বিপাকে পড়েছে। তারা কোথাও খাবার পাচ্ছে না। এমন কি টাকা দিয়ে কিনে খাওয়ারও সুযোগ নেই। কারণ হোটেলগুলোও বন্ধ আছে।
এছাড়াও তিনি, করোনা সংক্রমণ ঠেকাতে ও জনসচেতনতা বৃদ্ধি করতে ইতিমধ্যে মাস্ক ও এপ্রোণ বিতরণ করেছেন। বিতরণ করেছেন চাল-ডালসহ নিত্য প্রয়োজনীয় জিনিষও। এরই ধারাবাহিকতায় সোমবার শহরের স্টেশন এলাকা হতে, ১২০০পরিবারের মাঝে বিভিন্ন ধরণের সবজি প্যাকেটজাত করে বিতরণ করেছেন। শহরের বাদুড়তলা, চকসুত্রাপুর, নামাজগড়, কামারগাড়ী, জহুরপাড়া, জহুরুলনগরসহ বিভিন্ন এলাকায় ভ্যানযোগে বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করেছেন তার সহযোগিরা।
এসব বিতরণ কালে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা নাহারুল ইসলাম, মাশরাফি হিরো, আসলাম হোসেন, ডাবলু, গোলাম, রাকিব, রতন, আব্দুল মোমিনপ্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status