খেলা

খেটে খাওয়া মানুষের মাঝে খাবার বিতরণ করছে বাফুফে

স্পোর্টস রিপোর্টার

৩০ মার্চ ২০২০, সোমবার, ৬:০৪ পূর্বাহ্ন

 
করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এখন পুরো বিশ্ব। মানবতার ডাকে এগিয়ে এসে যে যেভাবে পারছেন বাড়িয়ে দিচ্ছেন সাহায্যের হাত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড পুরুষ ও নারী ক্রিকেটারদের পাশে এসে দাঁড়িয়েছে। সরকারকে সবধরনের সহযোগিতা করার ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররাও দেশের দুঃসময়ে এগিয়ে এসেছেন। করোনা প্রতিরোধে তহবিল গঠনে এক মাসের বেতনের অর্ধেক দান করছেন তামিম ইকবালরা। ব্যক্তিগত উদ্যোগে জাতীয় দলের বেশ কয়েকজন ফুটবলারও এগিয়ে এসেছেন। নিম্ন আয়ের খেটে খাওয়া শ্রমিকদের সাহায্য করছেন। সামর্থ্য অনুযায়ী সরকারের পাশে দাঁড়ানোর কথা বলছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে)। পাশপাশি অন্যরকম একটা উদ্যোগ নিয়েছে সংস্থাটি। করোনা ভাইরাসের দুর্যোগময় পরিস্থিতিতে প্রতিদিন দুপুরে ৩০০ জন দুস্থ লোকের খাবার সরবরাহ করছে বাফুফে ।

শুক্রবার দুপুরে মতিঝিল বাফুফে ভবনে এই কার্যক্রম শুরু হয়েছে। গতকাল চতুর্থ দিনের মতো চলে এই কার্যক্রম। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন সমাজের বিত্তবানদের এমন উদ্যোগ নিতে অনুরোধ জানিয়ে বলেন, ‘আমরা জানি এই এলাকায় অনেক শ্রমিক আছে যারা দিন আনে দিন খায়। এখন বাংলাদেশে সবকিছু বন্ধ। নির্মাণকাজ হচ্ছে না। রিকশা চলাচলও বন্ধ। সেই জন্য আমরা কিছু লোকের দুপুরবেলা দু’মুঠো খাওয়ার ব্যবস্থা করেছি। আমরা বাফুফে থেকে চেষ্টা করছি যতোভাবে পারা যায় সবাইকে সাহায্য করতে। আমাদের মতো যদি সমাজের অন্য সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠান এমনটা করে তাহলে আশা করি এই বিপদ থেকে বহু লোক রক্ষা পাবে।’

এটা ধারাবাহিকভাবে চালানোর কথা জানিয়ে বাফুফে হেড অফ মিডিয়া আহসান আহম্মেদ অমিত বলেন, ‘যতোদিন পর্যন্ত লকডাউন থাকবে ততোদিন পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাবো। প্রতিদিন ৩০০ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করবো। খেটে খাওয়া মানুষের সংখ্যা বাড়লে আমাদেও প্যাকেটের সংখ্যাও বাড়বে।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status