বিনোদন

করোনায় ‘কাইশ্যা’খ্যাত জাপানি অভিনেতা কেন শিমুরার মৃত্যু

বিনোদন ডেস্ক

৩০ মার্চ ২০২০, সোমবার, ২:০৪ পূর্বাহ্ন

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলাদেশের দর্শকদের কাছে ‘কাইশ্যা’ নামে পরিচিতি জাপানের জনপ্রিয় কৌতুক অভিনেতা কেন শিমুরা। টোকিওর একটি হাসপাতালে রোববার (২৯শে মার্চ) তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭০ বছর। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, জ্বর ও নিউমোনিয়ার কারণে কেন শিমুরাকে ২০শে মার্চ হাসপাতালে ভর্তি করা হয়। রোববার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

১৯৫০ সালের ২০শে ফেব্রুয়ারি জাপানের টোকিওতে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৭০ সালের দিকে অভিনয় জগতে নাম লেখান এই কমেডিয়ান। শিমুরার ‘বকটনো-সাম’ শট জাপানি কৌতুকাভিনেতাদের মধ্যে অস্বাভাবিক জনপ্রিয় ছিল। সমসাময়িক সমাজের বর্তমান অভিভাবকদের (একটি কোম্পানির প্রেসিডেন্ট, একজন রাজনীতিবিদ, পরিবার প্রধান, স্কুল প্রিন্সিপাল, জাপানের প্রধান ইয়াকুজা গ্যাং) একটি নির্বোধ রাজার অধীনে দীর্ঘদিন দেশে বসবাসের শোতে শিমুরার আরেকটি জনপ্রিয় শট হলো ‘হেনা ওজি-সান’।

এই কমেডিয়ানের ভিডিও বাংলা ছাড়াও পৃথিবীর বিভিন্ন ভাষায় প্রচার হয়ে আসছিল। অভিনয় দক্ষতা দিয়ে তিনি পৃথিবীর বহু মানুষের হৃদয় জয় করেছেন। বিশ্বজুড়েই কমেডিয়ান হিসেবে ব্যাপক জনপ্রিয় শিমুরা। বাংলাদেশে তার ডাবিং ভিডিওগুলো দারুণ জনপ্রিয়। বাংলাদেশের দর্শকদের কাছে তিনি ‘কাইশ্যা’ নামেই পরিচিত।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status