খেলা

জনপ্রিয়তার তুঙ্গে বেলারুশের ফুটবল, সুযোগ কাজে লাগাচ্ছে লীগ কর্তৃপক্ষ

স্পোর্টস ডেস্ক

৩০ মার্চ ২০২০, সোমবার, ১১:০৫ পূর্বাহ্ন

করোনা ভাইরাসের প্রকোপে থেমে গেছে ক্রীড়াঙ্গন। থামেনি শুধু পূর্ব ইউরোপের দেশ বেলারুশে। অন্যান্য দেশে সব ধরনের খেলাধুলা বন্ধ থাকায় জনপ্রিয়তা বেড়ে গেছে বেলারুশিয়ান ফুটবল লীগের। আর এ সুযোগটা দারুণভাবে কাজে লাগাচ্ছে আয়োজকরা। বার্তা সংস্থা রয়টার্স রোববার তাদের এক প্রতিবেদনে বলেছে, দর্শকপ্রিয়তার কারণে বেলারুশ ফুটবল লীগ নতুন দশটি সম্প্রচার চুক্তি স্বাক্ষর করেছে! রাশিয়া, ইসরায়েল, ভারতসহ দশটি দেশের স্পোর্টস নেটওয়ার্ক কিনেছে লীগের সম্প্রচার স্বত্ব।

করোনা ভাইরাসের জেরে বিপর্যস্ত গোটা ইউরোপ। বেলারুশেও এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন একশ’রও বেশি মানুষ। কিন্তু বিস্ময়করভাবে দেশটি প্রাণঘাতী এই ভাইরাস মোকাবিলায় তেমন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এই পরিস্থিতিতে ফুটবল লীগ চালু রাখায় সমালোচনার মুখে পড়েছে বেলারুশ ফুটবল ফেডারেশন। দেশটির ফুটবল ফেডারেশনের মুখপাত্র আলেক্সান্ডার আলেইনিক বলেন, ‘সরকারের নির্দেশনা অনুযায়ী সবকিছু চলছে। পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে।’

বেলারুশের ফুটবল সম্পর্ক ফুটবলপ্রেমীদের ধারণা রয়েছে সামান্যই। বাতে বরিসভ ও ডায়নামো মিনস্ক উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ও ইউরোপা লীগে অংশ নিয়েছে বেশ কয়েকবার। এই দুই দল বাদে বেলারুশিয়ান লীগের বাকি ক্লাবগুলো অচেনা। হঠাৎই সব দেশের খেলাধুলা থেমে যাওয়াতে উপায় না থাকায় ফুটবলপ্রেমীরা মজেছেন অচেনা বেলারুশের ফুটবলে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status