বিশ্বজমিন

বৃটেনে করোনায় মৃত বেড়ে ১২২৮

মানবজমিন ডেস্ক

২৯ মার্চ ২০২০, রবিবার, ৭:৫১ পূর্বাহ্ন

বৃটেনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে মারা গেছেন ২০৯ জন। রোববার প্রকাশিত সরকারি হিসাব অনুসারে, স্থানীয় সময় শনিবার  বিকেল ৫টা পর্যন্ত ভাইরাসটিতে সনাক্ত হয়ে মারা গেছেন মোট ১ হাজার ২২৮ জন। আক্রান্ত হয়েছেন মোট ১ লাখ ২৭ হাজার ৭৩৭ জন। এর মধ্যে নতুন আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৫২২ জন। বৃটিশ স্বাস্থ্যকর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।
খবরে বলা হয়, করোনা ভাইরাস মোকাবিলায় আগামী জুন পর্যন্ত দেশজুড়ে লকডাউন জারি থাকতে পারে বলে সতর্ক করেছেন বৃটেনের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা অধ্যাপক নেইল ফারগুসন। তিনি বলেন, আমাদের এই পদক্ষেপগুলো (লকডাউন) জারি রাখতে হবে। আমার দৃষ্টিতে, বেশ লম্বা সময়ের জন্য- সম্ভবত, মে মাসের শেষ পর্যন্ত বা জুনের শুরু পর্যন্ত।
ফারগুসন আরো বলেন, লকডাউন তুলে নেয়া হলেও, জনগণকে শারীরিক দূরত্ব বজায় রেখে চলতে হতে পারে আরো কয়েকমাস।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status