বাংলারজমিন

শামীম ওসমানের স্ত্রী লিপি ওসমানের উদ্যোগ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে

২৯ মার্চ ২০২০, রবিবার, ৭:৪৭ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে ভাসমান ছিন্নমূল গৃহহীনদের মধ্যে রান্না করা খাবার বিতরণ কার্যক্রমে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসনমানের স্ত্রী জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি। এই উদ্যোগে আর্থিক অনুদান দিয়ে এই কার্যক্রমে সবসময় পাশে থাকার অঙ্গীকার করেছেন তিনি। এছাড়া এই সেবামুলক কর্মকান্ডে পাশে দাড়িয়েছেন বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ি ও পেশাজীবী শ্রেণীর মানুষ।
জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান লিপি ওসমান বলেন, রাস্তায় পড়ে থাকা এ মানুষগুলোকে এখন ভিক্ষা দেয়ার মত মানুষ নেই। এমন কি ভিক্ষা বা কারো কাছ থেকে টাকা সংগ্রহ করে হোটেলে গিয়ে যে এক বেলা খাবে সেই উপায়ও নেই। কারণ সরকারি নির্দেশে হোটেল রেঁস্তোরাও বন্ধ। এসব ভাসমানদের কথাচিন্তা করে যে উদ্যোক্তরা মাঠে নেমেছে রান্না করা খাবার বিতরণ করছেন তাদের পাশে থেকে সহযোগিতা করা একটি ঈমানী দায়িত্ব।
তিনি আরো বলেন, করোনার ভয়ে যেখানে লোকজন ঘর থেকে বের হচ্ছে না সেখানে এসব উদ্যোক্তরা জীবনের মায়া ত্যাগ করে স্টেশনে স্টেশনে রাস্তায় পড়ে থাকা শুয়ে থাকা মানুষগুলোর মুখে খাবার তুলে দেয়ার ব্যবস্থা করেছে। এটা সত্যিই বিরল। এরা সত্যিই দেশকে ভালোবাসে। আমি ওদের মন থেকে দোয়া করি। আল্লাহ যেন ওদের পরিবারকে সুস্থ রাখেন। এ সময় তিনি সবাইকে এ সেবামুলক কাজে পাশে দাঁড়ানোর আহবান জানান।
করোনা পরিস্থিতিতে খুবই বিপাকে পড়েছে রাস্তায় ভাসমান ভিক্ষুক ও গৃহহীন শ্রমজীবী মানুষ। যারা দিন আনে দিন খায়। সেই সব লোকদের কথা চিন্তা করে ফতুল্লার অক্টো অফিস বাইতুস সালাম জামে মসজিদের কিছু তাবলীগ কর্মী গত বৃহস্পতিবার রাত থেকে স্বেচ্ছায় শহরের চাষাড়া স্টেশন, দুইনম্বর রেলস্টেশন ও ফুটপাতের ছিন্নমূলদের রান্না করা খাবার বিতরণ করে যাচ্ছে। দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা এ কার্যক্রম চালিয়ে যাবে বলে ঘোষণা দিয়েছেন।
এরআগে গত ২৬ মার্চ নারায়ণগঞ্জের দুটি বস্তি এলাকায় হতদরিদ্র, নি¤œবিত্ত মানুষদের এক হাজার প্যাকেট খাদ্য সামগ্রী দিয়েছেন লিপি ওসমান। এসব প্যাকেটে ছিল ৫ কেজি করে চাল, এক কেজি করে ডাল, এক লিটার তেল, আধা কেজি লবন, ১টি সাবান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status