বাংলারজমিন

দেশের বিভিন্ন স্থানে খাদ্য সামগ্রী বিতরণ

বাংলারজমিন ডেস্ক

২৯ মার্চ ২০২০, রবিবার, ৭:৪১ পূর্বাহ্ন

প্রতিকি ছবি

করোনা ভাইরাস প্রতিরোধে হোম কোয়ারেন্টিনে থাকা সাধারণ খেটে খাওয়া দিনমুজুর ও চিন্নমূল মানুষের জীবনযাত্রা বিবেচনা করে দেশের বিভিন্ন জায়গায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে-

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি জানান, লকডাউনে থাকা দরিদ্র অসহায়দের পাশে খাবার নিয়ে দাঁড়িয়েছেন সাবেক এমপি অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা ও আওয়ামী লীগ নেতা শহীদ বুদ্ধিজীবী সৈয়দ আকবর হোসেন বকুল মিয়ার ছেলে অ্যাডভোকেট সৈয়দ তানবির হোসেন কাউছার। তারা রোববার দিনভর ৬ শতাধিক দরিদ্র পরিবারকে খাবার পৌঁছে দিয়েছেন। এ সময় সরাইল সদর ইউনিয়নের কয়েকটি গ্রামের ৪ শতাধিক পরিবারের প্রত্যেককে ৫ কেজি চাল, ১ কেজি ডাল ও ৫ কেজি আলু দেন।

শরীয়তপুর প্রতিনিধি জানান, করোনা আতংকে ঘরে বন্দি সাড়ে ১২ হাজার দুস্থ পরিবারের বাড়ি বাড়িতে ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছেন পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম। তার মায়ের নামে প্রতিষ্ঠিত বেগম আশ্রাফুন্নেছা ফাউন্ডেশন ও তার ব্যক্তিগত তহবিল থেকে রোববার দুপুরে শরীয়তপুরের নড়িয়ার মুলফৎগঞ্জ এলাকায় বাড়িতে বাড়িতে গিয়ে তিনি এ ত্রাণ সহায়তা পৌছে দেয়ার কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এসময় তিনি বলেন, এ ত্রাণ সহায়তা কার্যক্রম অব্যহত থাকবে। অপর দিকে সরকারের পক্ষ থেকেও আলাদা ভাবে ত্রাণ বিতরণ কার্যক্রম করা হচ্ছে। তার ব্যক্তি উদ্যোগেও নড়িয়া ও সখিপুরের ২৫টি ইউনিয়ন ও পৌরসভায় প্রায় সাড়ে ১২ হাজার পরিবারকে ৫ কেজি করে চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি লবণ, একটি মাস্ক ও একটি করে সাবান দেয়া হয়। সংকট চলাকালীন সময় পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।

নাচোল প্রতিনিধি জানান, উপজেলা প্রশাসানের উদ্যোগে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে চাল বিতরণ করা হয়েছে। রোববার বিকেল ৩টায় নাচোল পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে ৫কেজি করে কর্মহীন হয়ে পড়া লোকদের মাঝে এ চাউল বিতরণ করা হয়। চাল বিতরণী সভায় উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা, মেয়র আব্দুর রশিদ খান ঝালু, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাইম মুন্নী, নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজাসহ, বিভিন্ন অফিসের কমর্কর্তা কর্মচারী, স্থানীয় কাউন্সিলর ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, করোনা ভাইরাসে সংক্রমণ ঠেকাতে ঘর বন্ধি অসহায় মানুষরে পাশে সরকারি তহবিলে খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন। রোববার ১১টার দিকে সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউপির সেনপাড়া বস্তিতে চাল, ডাল, তেল ও নিত্য প্রয়োজনীয় পণ্য ও নগদ অর্থ বিতরণ করেন। জেলা প্রশাসক জসিমউদ্দিন বলনে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নারায়ণগঞ্জ জেলার জন্য ১০০ মেট্রিকটন চাল ও ১০ লক্ষ টাকা বরাদ্ধ করে পাঠান। আমরা ইতিমধ্যে সদর উপজলোয় খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করেছি। প্রত্যেক উপজেলায় এ কার্যক্রম পরচিালনা করা হবে।
গজারয়িা (মুন্সীগঞ্জ) প্রতিনিধি জানান, গজারয়িায় থানা পুলশিরে উদ্যোগে একশোটি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়ছে। রোববার সকাল ও দুপুরে উপজলোর ভটিকিান্দি আশ্রয়ণ প্রকল্পে ও লক্ষীপুরা গ্রামে এসব সামগ্রী বিতরণ করা হয়।

রামগঞ্জ (লক্ষীপুর) প্রতিনিধি জানান, লক্ষীপুরের রামগঞ্জ থানা পুলিশের এসআই মহসিন চৌধুরী রোববার দিনব্যাপী ৫ কেজি চাউল,আলু ২কেজি, ডাল ১কেজি, পেয়াজ ১কেজি, তেল ১লিটার, মুড়ি আদা কেজি, চিড়া আদা কেজি, ডেটল সাবান ১টাসহ দুস্থদের মাঝে ওই খাদ্য সামগ্রী বিতরণ করেন। এর আগেও এই পুলিশ অফিসার মানবিক কারনে উপজেলাব্যাপী দুস্থ, অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছেন।

লালমোহন (ভোলা) প্রতিনিধি জানান, লালমোহনে গৃহবন্ধি শ্রমজীবী অসহায় ও হতদরদ্রি পরবিাররে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছেনে ইউনো হাবিবুল হাসান রুমি।রোববার দিনব্যাপী লালমোহন উপজলো প্রশাসনের আয়োজনে সহস্রাধিক গৃহবন্ধি হতদরদ্রি শ্রমজীবী পরিবারের মাঝে চাল, ডাল ও আলু বিতরণ করনে ইউএনও। এর আগে সকালে এমপি নূরুন্নবী চৌধুরী শাওন করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে লালমোহনের ৯ ইউনিয়ন ও উপজলো সদরের গুরুত্বর্পূণ স্থানে জীবাণু নাশক ঔষধ স্প্রে র্কাযক্রম উদ্বোধন করনে। এ সময় উপজলো চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দনি আহমদে, ভাইস চেয়ারম্যান আবুল হাসান , ওসি মীর খায়রুল কবীর, প্রকল্প বাস্তবায়ন র্কমর্কতা অর্পূব দাস উপস্থিত ছিলেন।

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি জানান, মুরাদনগরের বাঙ্গরায় বিভিন্ন গ্রামের রিক্সা চালক, ফেরীওয়ালা, হকার ও খেটে খাওয়া ১০১জন গরীব ও অসহায়দের মাঝে আধা টন চাউল, পিয়াজ ১শ’কেজি, আলু ২শ’কেজি সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার দিনব্যাপী বাঙ্গরা বাজারে” মুরাদনগর উপজেলা যুব ও ছাত্রকল্যাণ সংঘ” ঢাকা’র সিনিয়র সভাপতি ও ৭নং বাঙ্গরা (পূর্ব) ইউনিয়ন চেয়ারম্যান ছেলে মনিরুল ইসলাম সহযোগীতায় উপস্থিত ছিলেন, ”মুরাদনগর উপজেলা যুব ও ছাত্রকল্যাণ সংঘ” ঢাকা’র উপদেষ্টা ও বাঙ্গরা থানা সমিতি সাধারণ সম্পাদক আবু ইসহাক রাজু, সহ-সভাপতি গাজী আক্তারুজ্জামান, প্রচার সম্পাদক রাকিবুল ইসলাম রুবেল প্রমুখ
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status