খেলা

স্পেনকে বাঁচাতে একজোট পিকে-রামোস

স্পোর্টস ডেস্ক

২৯ মার্চ ২০২০, রবিবার, ৩:৫৭ পূর্বাহ্ন

 
জাতীয় দলের সতীর্থ হলেও ব্যক্তিগত সম্পর্কটা মধুর নয় জেরার্ড পিকে-সার্জিও রামোসের। রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা দ্বৈরথই এর প্রধান কারণ। কাতালোনিয়ার স্বাধীনতাকামী পিকের সঙ্গে প্রায়ই বাকযুদ্ধ লেগে যায় কট্টর মাদ্রিদিস্তা রামোসের। তবে করোনা ভাইরাস মোকাবিলায় বিভেদ ভুলে একজোট হয়েছেন স্পেনের এই সেরা দুই ডিফেন্ডার।

করোনা মোকাবিলায় ফান্ড গঠনের জন্য শনিবার রাতে একটি ভার্চুয়াল ফেস্টিভাল আয়োজন করে লা লিগা কর্তৃপক্ষ। ‘দেসপাসিতো’ খ্যাত লুইস ফনসিসহ স্পেনের প্রথম সারির সংগীত শিল্পীদের সঙ্গে এতে ভিডিও কনফারেন্সে অংশ নেন দেশটির শীর্ষ ফুটবলাররা। সেল্ফ আইসোলেশনে থাকা বার্সা ডিফেন্ডার পিকে, রিয়াল অধিনায়ক রামোস, আর্সেনালের সাবেক ও বর্তমান ভ্যালেন্সিয়া তারকা সান্তি কাজোরলাও ছিলেন। এক রাতেই ৬ লাখ ৪০ হাজার ইউরো জমা পড়েছে ফান্ডে। মেডিক্যাল সাপ্লাইয়ে জন্য এই অর্থ ব্যয় করা হবে।

ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালির পর মরণভাইরাস করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে স্পেন। সরকারি হিসাব অনুযায়ী রোববার পর্যন্ত স্পেনে কভিড-১৯ পজিটিভ ৭৩,২৩৫ জন। এদের মধ্যে মারা গেছেন ৫, ৯৮২ জন। ৪,১৬৫ জনের অবস্থা আশঙ্কাজনক। আর সবশেষ খবর অনুযায়ী সারাবিশ্বে ৬ লাখ ৬৮ হাজার ৩৫১ মানুষ আক্রান্ত করোনা ভাইরাসে। মৃতের সংখ্যা ৩১,০২৭ জন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status