বাংলারজমিন

টঙ্গীতে বলাৎকারে কিশোরের মৃত্যু

স্টাফ রিপোর্টার, টঙ্গী থেকে

২৭ মার্চ ২০২০, শুক্রবার, ৮:১৬ পূর্বাহ্ন

টঙ্গীতে বলাৎকারে আল-আমিন (১৫) নামে এক কিশোরের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে এ ঘটনা ঘটে। নিহত কিশোর টঙ্গীর এরশাদ নগর এলাকার ৬ নং ব্লকের বাসিন্দা বিল্লাল হোসেনের ছেলে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ মাহিন ও হৃদয় নামের দুইজনকে গ্রেপ্তার করেছে। নিহতের মা আমেনা বেগম বাদী হয়ে এলাকার মান্নান সর্দারের ছেলে মাহিন (১৫), ইউসুফের ছেলে হৃদয় (১২), ফজর আলীর ছেলে কায়েস (১৫) ও জয়নালের ছেলে সাইফুল (১৪) আসামী করে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ জানায়, নিহত আল-আমিন একটি লোহার দোকানে কাজ করত। গত বৃহস্পতিবার রাতে ইসলামিক আলোচনা শুনতে একই এলাকার চার বন্ধু মিলে আল-আমিনকে বাসা থেকে ডেকে ইজতেমা ময়দানের নিয়ে যায়। পরে তাকে রুটির সাথে চেতনা নাশক ওষুধ খাওয়ানোর ফলে ওই কিশোর জ্ঞান হারিয়ে ফেলে। পরদিন সকালে জ্ঞান ফিরলে বাড়ি ফিরে লোক লজ্জার ভয়ে সে কাউকে কিছুই জানায়নি। তবে ঘটনার একদিন পর শনিবার নির্যাতিত কিশোর অসুস্থ হয়ে পরলে তাকে তাৎক্ষণিক টঙ্গী হাসপাতালে নিয়ে যায়। পরীক্ষা-নিরীক্ষার পর শিশুটির মলদ্বারে গুরুতর জখম রয়েছে বলে চিকিৎসকরা তার অভিভাবকদের জানান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়ে বাড়িতে ফিরলে বৃহস্পতিবার রাতে শিশুটির মৃত্যু হয়। এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানা ওসি মো. এমদাদুল হক জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাজীপুর মর্গে পাঠানো হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status