বাংলারজমিন

খুলনায় গাদাগাদির মধ্যেই বিক্রয় হচ্ছে টিসিবি’র পণ্য

স্টাফ রিপোর্টার, খুলনা থেকে

২৭ মার্চ ২০২০, শুক্রবার, ৭:৪২ পূর্বাহ্ন

 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উদযাপন এবং মুজিববর্ষ উপলক্ষে ১৭ই মার্চ শুধুমাত্র খুলনা মহানগরীতে ১৮টি ট্রাক সেল শুরু করে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এদিকে করোনা ভাইরাস বিস্তার রোধে সাধারণ ছুটি ঘোষণাসহ নিরাপদ দূরত্ব বজায় রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে। গাদাগাদির লাইনের মাধ্যমে টিসিবি’র পণ্য বিক্রয় করা হলেও ক্রেতারা নির্দেশনা মানেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। জানা গেছে, জনগণের মাঝে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় করে টিসিবি। মুজিববর্ষেও জনগণের মাঝে নায্যমূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয়ের জন্য ১৭ই মার্চ থেকে ট্রাক সেলের মাধ্যমে খুলনায় ডাল, চিনি ও তেল বিক্রয় করা শুরু হয়। ডাল ও চিনি কেজি প্রতি ৫০ টাকা এবং সয়াবিন তেল এক লিটার ৮০ টাকা এবং পেঁয়াজ ৩৫ টাকা কেজি দরে বিক্রয় করা হয়। এদিকে করোনা আতঙ্কের মধ্যেই খুলনায় টিসিবি পণ্য বিক্রয় শুরু করা হলেও নিরাপদ দূরত্ব বজায় রাখার নির্দেশনা বাস্তবায়িত হচ্ছে না। টিসিবি পণ্য কিনতে হুমড়ি খেয়ে পড়েছে নগরবাসী। এদিকে দুপুরের আগেই বিক্রয় শেষ হয় টিসিবি’র পণ্য। মহানগরীর ময়লাপোঁতা মোড়ে টিসিবি পণ্য কিনতে আসা জাকির হোসেন বলেন, করোনার কারণে অধিকাংশ দোকানপাট বন্ধ। টিসিবি’র পণ্য কেনার জন্য সকালে এসে লাইন দিতে হয়। নিরাপদ দূরত্ব বজায় রাখা উচিত তবে কেউ না মানায় তিনিও মানেন না। ডাকবাংলো মোড় এলাকার বাসিন্দা সুমাইয়া খাতুন বলেন, টিসিবি’র পণ্য ন্যায্যমূল্যে পাওয়া যায় এবং বিক্রয় হচ্ছে বলে সবাই আতঙ্কের মধ্যে কিনতে যায়। পিয়াজের বাজার নিয়ন্ত্রণ করতে পুলিশি পাহারায় টিসিবি পিয়াজ বিক্রয় করলেও এই ভয়াবহ পরিস্থিতিতে কোনো শৃঙ্খলা রাখার বালাই নেই। ময়লাপোতা মোড়ে পণ্য বিক্রয় করা জাবেদ হোসেন বলেন, সবাই আগে নেয়ার জন্য ব্যস্ত। কেউ কোনো নির্দেশনা মানে না। একজন আরেকজনের গায়ে লেগে দাঁড়ায়। নিষেধ করলেও মানেন না। টিসিবি আঞ্চলিক অফিস প্রধান রবিউল মোর্শেদ বলেন, মুজিববর্ষ উপলক্ষে ১৭ই মার্চ থেকে খুলনা মহানগরীর ১৮টি পয়েন্টে টিসিবি’র ট্রাক সেলের মাধ্যমে পণ্য বিক্রয় শুরু করা হয়। করোনা আতঙ্কের মধ্যে যাতে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মূল্য বৃদ্ধি পেতে না পারে সেজন্য বিক্রয় চালু রাখা হয়েছে। তবে নিরাপদ দূরত্ব বজায় রাখার নির্দেশনা ক্রেতারা মানেন না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status