দেশ বিদেশ

চীন করোনা ভাইরাস সৃষ্টি করেনি, ছড়িয়েও দেয়নি: চীনা মুখপাত্র

মানবজমিন ডেস্ক

২৭ মার্চ ২০২০, শুক্রবার, ৭:২৮ পূর্বাহ্ন

চীন করোনা ভাইরাস সৃষ্টিও করেনি, তা ইচ্ছাকৃতভাবে ছড়িয়েও দেয়নি। করোনা ভাইরাসকে ‘চাইনিজ ভাইরাস’ অথবা ‘উহান ভাইরাস’ হিসেবে আখ্যায়িত করার জবাবে একথা বলেছেন ভারতে চীনা দূতাবাসের মুখপাত্র জি রং। তিনি বলেছেন, চীনকে এভাবে দোষারোপ না করে কীভাবে দ্রুততার সঙ্গে এই ভাইরাসের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, সেদিকে দৃষ্টি দেয়া উচিত আন্তর্জাতিক সম্প্রদায়ের। এ খবর দিয়েছে ভারতের সরকারি বার্তা সংস্থা পিটিআই। এতে বলা হয়, ভারত ও চীন এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতার বিষয়ে বিস্তারিত বর্ণনা দেন জি রং। তিনি বলেন, এই মহামারির সময়ে এর বিরুদ্ধে লড়াইয়ে ভারত ও চীন একে অন্যের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছে। এক পক্ষ অন্যপক্ষকে সমর্থন দিয়ে যাচ্ছে। চীনকে মেডিকেল সহায়তা দিয়েছে ভারত। এ ছাড়া সংক্রামক এই ভাইরাসের বিরুদ্ধে নানাবিধ উপায়ে সমর্থন জানিয়েছে। এ জন্য ভারতের প্রশংসা করে চীন এবং তাদেরকে ধন্যবাদ জানায়।
জি রং বলেন, যেসব মানুষ চীনের উদ্যোগকে খাটো করে দেখার চেষ্টা করছে, তারা চীনের মানুষদের আত্মত্যাগকে অবজ্ঞা করছে। তিনি আরো বলেন, যদিও চীনের উহান শহরে প্রথম এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে, তা সত্ত্বেও এমন কোনো প্রমাণ নেই যে, এই করোনা ভাইরাসের উৎস চীন। জি রং বলেন, নোভেল করোনা ভাইরাসের অরিজিন বা উৎস বিজ্ঞানের বিষয়, এটা বৈজ্ঞানিক পেশাদার এবং বৈজ্ঞানিক পরীক্ষার বিষয়। চীন এই ভাইরাস সৃষ্টি করেনি। তারা এই ভাইরাসকে ইচ্ছাকৃতভাবে ছড়িয়েও দেয়নি। তথাকথিত ‘চাইনিজ ভাইরাস’ শব্দটি পুরোপুরি ভুল।
এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও করোনা ভাইরাসকে কভিড-১৯ বা করোনা ভাইরাসকে ‘উহান ভাইরাস’ হিসেবে আখ্যায়িত করেন। এ মাসের শুরুর দিকে তার নিন্দা জানায় চীন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরিষ্কার করে বলেছে, এই ভাইরাসের সঙ্গে সুনির্দিষ্ট কোনো দেশ, কোনো অঞ্চল, জাতিগোষ্ঠীকে যুক্ত করা উচিত হবে না। ফলে কাউকে এ জন্য দোষারোপ করাকে প্রত্যাখ্যান করতে হবে। জি রং বলেন, যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের অনুমান, ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে সিজনাল ফ্লু। এতে এখন পর্যন্ত কমপক্ষে ৩ কোটি মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন কমপক্ষে ২০ হাজার মানুষ। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের পরিচালক ড. রবার্ট রেডফিল্ড স্বীকার করেছেন এর মধ্যে প্রকৃতপক্ষে কভিড-১৯ আক্রান্তও রয়েছেন। তিনি আরো বলেন, চীনের উদ্যোক্তারা এরই মধ্যে ভারতের জন্য অনুদান দেয়া শুরু করেছেন। আমরা ভারতকে আরো সমর্থন ও সহযোগিতা দিতে প্রস্তুত। আশা করি, ভারতের জনগণ তাড়াতাড়িই এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে বিজয়ী হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status