এক্সক্লুসিভ

ঝুঁকিপূর্ণ কাভার্ডভ্যানে যাত্রী পরিবহন

আসলাম-উদ-দৌলা, রাজশাহী থেকে

২৭ মার্চ ২০২০, শুক্রবার, ৬:৫৩ পূর্বাহ্ন

করোনা ঠেকাতে গণ পরিবহন বন্ধ ঘোষণা, মাঠে সেনাবাহিনী। কোনো কিছু ঠেকাতে পারছে না মুনাফালোভী মানুষদের। বরং সংক্রমণের শঙ্কা বহুগুণ বাড়ছে। পণ্য পরিবহণের বদ্ধ কাভার্ডভ্যানকে বেঝে নেয়া হয়েছে যাত্রী পরিবহনের জন্য। গত বুধবার দুপুরে রাজশাহীতে এমন পণ্য পরিবহনের কুরিয়ার সার্ভিসের একটি গাড়ির দেখা মিলে। করোনা আতেঙ্কের মাঝেই ঢাকা থেকে রাজশাহীতে কুরিয়ার যোগে পণ্যের বদলে মানুষ নিয়ে আসাই আহমেদ কুরিয়ার সার্ভিসকে এক লাখ টাকা জরিমানাও করে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে রাজশাহী মহানগরীর কুমারপাড়া মোড়ে পৌঁছে কাভার্ডভ্যান থেকে যাত্রীরা বের হচ্ছিলেন, এসময় অনেকেই সেই ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন। পরে বিষয়টি নজরে এলে বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট লোসনি চাকমা নেতৃত্বে অভিযানে যায় রাজশাহী জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। পরে ভ্রাম্যামান আদালত বসিয়ে এক লাখ টাকা জরিমানা আদায় করেন আহমেদ কুরিয়ার সার্ভিসের মালিক নবুয়াত আলীর কছে থেকে। এছাড়া পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আহমেদ কুরিয়ার সার্ভিসের সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশও দিয়েছেন তিনি।
অভিযানকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু আসলাম উপস্থিত ছিলেন। তিনি জানান, যে সময় এক জায়গা থেকে অন্য জায়গায় মানুষের যাতায়ত নিরুৎসাহিত করা হচ্ছে, গণপরিবহন বন্ধ করে দেওয়া হচ্ছে, সেসময় অতিরিক্ত টাকা নিয়ে ঝুঁকিপূর্ণভাবে আহমেদ পার্সেল সার্ভিসের কাভার্ডভ্যানে ঢাকা থেকে অন্তত ৩৫ জনকে রাজশাহী আনা হয়। সেজন্য প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
প্রসঙ্গত, করোনা ভাইরাস আতঙ্কে সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ ঘোষণা করেছে সরকার। বাস, ট্রেন, নৌযান ও ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। আর আগামী ২৬শে মার্চ থেকে ৪ঠা এপ্রিল পর্যন্ত সারাদেশে গণপরিবহন চলাচল বন্ধ করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status