বিশ্বজমিন

স্বাস্থ্যকর্মীদের প্রতি জাতীয় স্যালুট জানাবেন বৃটিশরা (ভিডিও)

মানবজমিন ডেস্ক

২৬ মার্চ ২০২০, বৃহস্পতিবার, ১:০৭ পূর্বাহ্ন

করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তিদের খবর জানার পর লোকজন তাদেরকে যখন এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন, তাদের ধারেকাছেও ঘেঁষছেন না, তখন বিশ^জুড়ে চিকিৎসক ও নার্সরা তাদের জীবন বাঁচানোর প্রাণান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নিজেদের জীবনকে তুচ্ছ ভেবে তারা ব্রত নিয়েছেন রোগীকে সুস্থ করে তোলার। এমন বীরের মতো স্বাস্থ্যকর্মীদের প্রতি বিরল সম্মান দেখাবে বৃটিশরা। আজ স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৮টায় তারা যে যেখানে থাকবেন, হতে পারে কোনো বাসার প্রবেশপথে, বাগানে, ব্যালকনিতে, সেখান থেকেই এসব বীরের প্রতি সম্মান দেখাবেন। ওয়েম্বলি স্টেডিয়াম, রয়েল আলবার্ট হল, ওয়েম্বলি আর্চ, প্রিন্সিপালিটি স্টেডিয়াম, লিঙ্কন ক্যাথেড্রাল বৃটেনের জাতীয় স্বাস্থ্য স্কিমের রঙ নীলে রাঙানো হবে। এ সময়ে বৃটিশরা যে যেখানে থাকবেন সেখান থেকেই এই গণআয়োজনে শরিক হওয়ার আহ্বান জানানো হয়েছে। এর আয়োজন করছে ক্লাপ ফর ক্যারিয়ার। এ আয়োজনের অধীনে স্বাস্থ্যকর্মীদের প্রতি সম্মান হিসেবে জানানো হবে ন্যাশনাল স্যালুট। ওয়েস্ট সাফোক হাসপাতালে রোগীদের সেবা দিয়ে আনন্দ পাওয়া নার্সদের নাচের একটি ভিডিও ফুটেজ দেখে এমন ধারণা তৈরি হয়। হ্যাসট্যাগ লাইটব্লু প্রচারণার অংশ হিসেবে এ আয়োজন করা হচ্ছে। কারো প্রতি ধন্যবাদ প্রকাশের জন্য এমন আয়োজনের উদ্যোক্তা বিনোদন জগতের সদস্যরা। এতে সমর্থন দেয়ার কথা ঘোষণা করেছেন ক্রিস মোয়লিস ও কেট গ্যারাওয়ে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status