করোনা আপডেট

করোনা প্রতিরোধে নিয়োজিত চিকিৎসকদের বীরের মর্যাদা দিতে রুল

স্টাফ রিপোর্টার

২৫ মার্চ ২০২০, বুধবার, ৫:৪৪ পূর্বাহ্ন

করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সেবায় নিয়োজিত ডাক্তারসহ সংশ্লিষ্টদের কেন জাতীয় বীরের মর্যাদা দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।আজ বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ  স্বপ্রণোদিত হয়ে এ রুল জারি করেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল  প্রতিকার চাকমা আদালতের রুল জারির বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে এদিকে, সাংবাদিক-পুলিশদের নিরাপত্তা সরঞ্জাম দিতে হাইকোর্ট মত দিয়েছে।  যেসব সাংবাদিক, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা করোনা সংক্রমণ মোকাবিলায় নিজেদের নিয়োজিত করেছেন তাদের নিরাপত্তার লক্ষ্যে নিরাপদ পোশাক ও আনুষঙ্গিক সরঞ্জামাদি দ্রুততম সময়ের মধ্যে স্ব স্ব দফতরের খরচে ক্রয় করে সরবরাহ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে সব ইলেকট্রনিক ও  প্রিন্ট মিডিয়ার মালিক পক্ষ নিজ নিজ খরচে তাদের সাংবাদিকদের নিরাপদ  পোশাক ও আনুষঙ্গিক সরঞ্জামাদি দ্রুততম সময়ের মধ্যে সরবরাহ করবেন বলে মত দিয়েছেন আদালত। আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন রিটকারী আইনজীবী  মো.  জে আর খান রবিন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন  ডেপুটি অ্যাটর্নি  জেনারেল প্রতিকার চাকমা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status