বাংলারজমিন

মাঠে নেমেছে মৌলভীবাজার জেলা পুলিশ

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে

২৫ মার্চ ২০২০, বুধবার, ৭:৩৮ পূর্বাহ্ন

করোনা ভাইরাস (কভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতায় মৌলভীবাজার জেলা পুলিশ নানা উদ্যোগ নিয়েছে। গতকাল দুপুর আড়াইটার দিকে শহরের চৌমুহনা এলাকা থেকে যানবাহনে জীবাণুনাশক স্প্রে ও লিফলেট বিতরণ করা হয়। এ ছাড়াও মাইকিং করে জনসচেতনতা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার ফারুক আহমেদ বিপিএম (বার), সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান, মৌলভীবাজার মডেল থানার ওসি আলমগীর হোসেন, শ্রীমঙ্গল থানার ওসি মো. আবদুছ ছালেক, মৌলভীবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) পরিমল দেবসহ পুলিশ ফোর্স। হোম কোয়ারেন্টিন ভঙ্গ করার অপরাধে ও  বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধ করতে জেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে ৭২ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে হোম কোয়ারেন্টিন ভঙ্গের অভিযোগে শ্রীমঙ্গলে ২ প্রবাসীকে ৩০ হাজার টাকা ও কুলাউড়ায় ১ জনকে মামলায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জেলায় এ পর্যন্ত হোম কোয়ারেন্টিনে রয়েছেন ৫৩৩ জন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status