বাংলারজমিন

ফরিদপুরে তিন এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন

ফরিদপুর প্রতিনিধি:

২৫ মার্চ ২০২০, বুধবার, ৭:৩৮ পূর্বাহ্ন

ফরিদপুর জেলা প্রশাসকের গণবিজ্ঞপ্তির আলোকে জেলার সকল দোকানপাট বন্ধ রয়েছে। তবে জেলার বাসস্ট্যান্ড থেকে সকল ধরনের গণপরিবহন চলাচল করায় করোনার ঝুঁকি রয়েই যাচ্ছে। জেলাবাসী গণ পরিবহন বন্ধের দাবি জানিয়েছে। এদিকে ফরিদপুরের সীমান্তবর্তী পাঁচটি এলাকার সঙ্গে মাদারীপুরের যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার গত ২২শে মার্চ সন্ধ্যায় এক গণবিজ্ঞপ্তিতে কাঁচামাল, পচনশীল পণ্য ও ওষুধের দোকান ছাড়া সকল দোকানপাট বন্ধে ঘোষণা দেন। সেই সঙ্গে মাদারীপুরের সঙ্গে জেলার সীমান্তবর্তী পাঁচটি ইউনিয়ন সদরপুরের চরমানাইর, চরনাসিরপুর ইউনিয়ন ভাঙ্গার কালামৃধা, আজিমনগর ও চান্দ্রা ইউনিয়নের সঙ্গে যোগাযোগ বন্ধ করা হয়েছে। তবে জেলা প্রশাসকের গণবিজ্ঞপ্তির পরও  গত সোমবার ঢিলেঢালাভাবে পালন হলেও গতকাল থেকে কিন্তু জেলার সকল ধরনের দোকানপাট বন্ধ রয়েছে। তবে শহরের সকল সড়কগুলোতে ইজিবাইক, রিকশা, মাহেন্দ্রসহ সব ধরনের পরিবহনগুলো চলাচল করছে। অপরদিকে জেলার বাসস্ট্যান্ড থেকে সকল ধরনের পরিবহনগুলো চলাচল করায় এখান থেকে করোনার ঝুঁকি কিন্তু রয়েই যাচ্ছে। এলাকাবাসী জেলায় চলাচলকারী সব ধরনের পরিবহনগুলো চলাচল বন্ধের দাবি করে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status