প্রথম পাতা

রিজার্ভ চুরির মামলা মার্কিন আদালতে খারিজ

মানবজমিন ডেস্ক

২৪ মার্চ ২০২০, মঙ্গলবার, ৯:০৯ পূর্বাহ্ন

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় করা একটি মামলা খারিজ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের এক জেলা আদালত। ইউএস ডিসট্রিক্ট কোর্ট ফর দ্য সাউদার্ন ডিসট্রিক্ট অব নিউ ইয়র্ক গতকাল ব্লুমবেরি রিসোর্ট করপোরেশন, ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংক (আরবিসি) সহ একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে করা এ মামলাটি খারিজ 
করে দেন। ২০১৬ সালে সাইবার হামলা চালিয়ে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮ কোটি ১০ লাখ ডলার চুরির ঘটনায় গত বছর এ মামলা দায়ের করা হয়েছিল। সবমিলিয়ে ৬টি প্রতিষ্ঠান ও ১৫ ব্যক্তির বিরুদ্ধে মামলাটি দায়ের হয়। এতে চুরি হওয়া অর্থসহ মামলা পরিচালনার সমুদয় ব্যয় এবং দোষীদের শাস্তি দাবি করা হয় ।
গতকাল এই তথ্য প্রকাশ করেছে মামলার এক বিবাদী প্রতিষ্ঠান ব্লুমবেরি রিসোর্ট করপোরেশন। রিজার্ভ থেকে চুরি করা অর্থের একটি বড় অংশ আরবিসি’র মাধ্যমে ফিলিপাইনের ক্যাসিনোগুলোয় চলে যায়। ওই দেশে ব্লুমবেরি রিসোর্ট করপোরেশনের একটি সহযোগী প্রতিষ্ঠান সোলায়ের রিসোর্ট অ্যান্ড ক্যাসিনো। এ খবর দিয়েছে সিএনএন ফিলিপাইনস।
মার্কিন আদালতের রায় উদ্ধৃত করে ব্লুমবেরি রিসোর্ট করপোরেশন জানিয়েছে, বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট আইনের (র‌্যাকেটিয়ার ইনফ্লুয়েন্সড অ্যান্ড করাপ্ট অর্গানাইজেশন্স অ্যাক্ট) অধীনে ব্লুমবেরি ও আরবিসিসহ অন্যান্য প্রতিষ্ঠান ও ব্যক্তিদের বিরুদ্ধে আনা ষড়যন্ত্রের অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে। ব্লুমবেরি আরো জানিয়েছে, আদালত মামলাটি আর শুনবেন না।
প্রসঙ্গত, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির সঙ্গে আরবিসির বেশ কয়েকজন কর্মকর্তা জড়িত ছিলেন। কয়েক বছর ধরে তারা ষড়যন্ত্র করেছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status