খেলা

শুধুই মতামত জানতে চাওয়া হয়েছিল রাজ্জাকের!

২৪ মার্চ ২০২০, মঙ্গলবার, ৮:৪৬ পূর্বাহ্ন

গুঞ্জন ছিল, স্পিনার আবদুর রাজ্জাক হচ্ছেন জাতীয় দলের নির্বাচক। তিনি কাজ করবেন মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশারদের তৃতীয় সহযোগী হিসেবে। তবে এমন তথ্য অস্বীকার করেছেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান। শোনা গেছে তাকে এই প্রস্তাব দিয়েছেন নির্বাচক বাশার। তবে দৈনিক মানবজমিনকে জানিয়েছেন বিষয়টি আসলে এমন নয়। এ নিয়ে আকরাম খান বলেন, ‘আসলে বোর্ডে এমন কোনো কিছু আলোচনা হয়নি। রাজ্জাক এখন জাতীয় দলে নেই। ঘরোয়া ক্রিকেট খেলছে। আসলে সেটিও হয়তো বেশি দিন খেলবে না। তাই এমনি তার মতামত জানতে চেয়েছিলাম ক্রিকেট ছেড়ে ও (রাজ্জাক) কী করবে! এরচেয়ে বেশি কিছু না। তাকে জাতীয় দলের তৃতীয় নির্বাচক করা হচ্ছে এমন তথ্য সঠিক নয়।’
অন্যদিকে হাবিবুল বাশার সুমনও একই কথা জানান। তিনি বলেন, ‘আসলে আমি তাকে নির্বাচক হিসেবে প্রস্তাব দেয়ার কেউ না। এটি বোর্ড দিতে পারে। ঘটনা হলো আমি ওর সঙ্গে (রাজ্জাক) এমনিতেই জানতে চেয়েছিলাম যে সে ক্রিকেট ছেড়ে কী করবে। আমি প্রশ্ন করেছিলাম- ‘নির্বাচক হবি নাকি কোচ?’ কিন্তু একবারও বলিনি যে ওকে জাতীয় দলের তৃতীয় নির্বাচক হিসেবে প্রস্তাব দিয়েছি।’ এছাড়াও বিসিবির পরিচালক আকরাম বলেন, ‘আমাদের মধ্যে ওকে নিয়ে নির্বাচক করার কোন আলোচনাই হয়নি। ও তো এখনো ক্রিকেট খেলে যাচ্ছে। তবে সেটি ছাড়লে কী করবে তাই জানতে চেয়েছিলাম। এর চেয়ে বেশি কিছু নয়।’
১৫৩ ওয়ানডে ২০৭ উইকেটের মালিক রাজ্জাক শেষ ম্যাচ খেলেছেন ২০১৪ তে। এছাড়াও তার ১৩তম টেস্ট খেলার সুযোগ হয় ২০১৮তে। এরপর আর জাতীয় দলের হয়ে তিনি মাঠে নামার সুযোগ পাননি। গুঞ্জন রয়েছে সেই সুযোগ হয়তো আর পাবেন না। তবে তিনি ঘরোয়া ক্রিকেট খেলে যাচ্ছেন। চলতি ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লীগে নেতৃত্ব দিচ্ছেন মোহামেডান দলের।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status