বিনোদন

আমিন খানের আহ্বান

স্টাফ রিপোর্টার

২৪ মার্চ ২০২০, মঙ্গলবার, ৭:১৭ পূর্বাহ্ন

অসচেতনতা বিপদে ফেলতে পারে। সচেতন হওয়ার সময় এসেছে, মুখ বুঝে সহ্য করার সময় নেই। বাঙালি জাতি অনেক বড় বড় বিপদ ওভারকাম করতে পেরেছে। আশা করছি, একটু সচেতন হলে এই বিপদ থেকেও রক্ষা পাবো-মহামারি করোনা ভাইরাসের প্রকোপ নিয়ে ফেসবুক লাইভে এসব কথা বলেন চিত্রনায়ক আমিন খান। সময়ের সঙ্গে সঙ্গে করোনার প্রকোপ বেড়েই চলেছে। এই আতঙ্ক বিরাজ করছে দেশেও। বিষয়টি উল্লেখ করে এ চিত্রনায়ক বলেন, আজকে আমাদের বাংলাদেশ এমন একটা অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে আমি মনে করছি আমারও কিছু বলা উচিত দেশের মানুষের জন্য, দেশের কল্যাণের জন্য। খুবই একটি খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। একদিন এই পরিস্থিতি আমরা ওভারকাম করতে পারবো ইনশাআল্লাহ। সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে আমিন খান বলেন, পরিস্থিতি যেন খারাপ না হয়, সেজন্য সবার উচিত একটু সচেতন
হওয়া। আমরা যেন কেউই আগামী ২০ দিন খুব বেশি জরুরি না হলে ঘর থেকে বের না হই। পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে ঘরে থাকি। আপনার আমার কারণে অনেকে হয়তো বা করোনায় আক্রান্ত হতে পারেন। আমরা একঘণ্টা পর পর সাবান দিয়ে হাত ধুয়ে নেব। করোনাকে রুখতে চাইলে এই কাজগুলো করতে হবে। যখনই হাঁচি দেবো অবশ্যই টিস্যু পেপার দিয়ে ঢেকে নেবো অথবা কনুই দিয়ে ঢেকে নেবো। কারো সঙ্গে যেন করমর্দন না করি। বিদেশ ফেরত ব্যক্তিদের প্রতি অনুরোধ জানিয়ে আমিন খান বলেন, যারা বিদেশ থেকে এসেছেন, তারা অনেকেই ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছেন। বাংলাদেশের সাধারণ মানুষদের বিপদে ফেলছেন। আপনারা ১৫ দিন ঘরের মধ্যে থাকলে আপনার এলাকার মানুষ নিরাপদ থাকবে। আমি অনুরোধ করবো, আপনার আশেপাশের যারা বিদেশ থেকে এসেছেন তাদের প্রতি লক্ষ্য রাখুন, তারা কেউ যেন ঘরের বাইরে বের না হয়।


   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status