অনলাইন

সরকারের অবহেলার কারণেই দেশে আতঙ্ক সৃষ্টি হয়েছে: ফখরুল

স্টাফ রিপোর্টার

২৩ মার্চ ২০২০, সোমবার, ৬:৫৪ পূর্বাহ্ন

 বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরেছেন, সরকার দুর্ভাগ্যজনকভাবে এই বিষয়টা (করোনা) নিয়ে অবজ্ঞা করেছে। অবহেলা করেছেন। যার ফলে দেশে চরম একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। এটা শুধু বাংলাদেশেই নয়। সারা বিশ্বেই এই দুর্যোগ আসছে। সেজন্য আমরা নির্দিষ্টভাবে কাউকে দোষারোপ করতে চাইনা। সরকারের যে দায়িত্বশীলতার প্রয়োজন রয়েছে সেটা আমাদেরকে প্রচন্ডভাবে ব্যাথিত করেছে। এমন দায়িত্বহীনতা নিঃসন্দেহে একটা অপরাধের পর্যায়ে পরে। আজ রাজধানীর গুলশানে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, আমরা এই বিষয়গুলোকে মাথায় নিয়েই প্রথম দিন থেকেই করোনা সচেতনতায় লিফলেট বিতরণ করেছি, পোষ্টার লাগিয়েছি সর্বোপুরি জনগণকে সচেতন করার কাজ করছি। আমরা আমাদের সকল কর্মসূচি বাতিল করেছি। স্বাধীনতা দিবসের সব কর্মসূচি এবং সারাদেশে নেতাকর্মীদের দলীয় সব ধরণের কর্মসূচি থেকে বিরত থাকার অনুরোধ করেছি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status