অনলাইন

ছাড়পত্র পেলেন ২৭২

রংপুরে ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টিনে ৬২৭ জন

স্টাফ রিপোর্টার

২৩ মার্চ ২০২০, সোমবার, ২:০৬ পূর্বাহ্ন

রংপুরের আট জেলায় গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টিনে গেছেন বিদেশ ফেরত আরও ৬২৭ জন। এ নিয়ে এই বিভাগে মোট হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তির সংখ্যা ১ হাজার ৬০৮ জন।

আজ সোমবার সকালে রংপুর স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক জেড এম সিদ্দিকী জানিয়েছেন, আজ সকাল ৬টা পর্যন্ত এই বিভাগের ৮ জেলায় মোট ১ হাজার ৮৮০ জন হোম কোয়ারেন্টিনে ছিলেন। এর মধ্যে ছাড়পত্র দেয়া হয়েছে ২৭২ জনকে। এখন হোম কোয়ারেন্টিনে আছেন ১ হাজার ৬০৮ জন। তাদের মধ্যে রংপুরে ৩৩০, পঞ্চগড়ে ৫৯০, নীলফামারীতে ২০৪, লালমনিরহাটে ১০৮, কুড়িগ্রামে ২৩৫, ঠাকুরগাওয়ে ২৫৮, দিনাজপুরে ১৭০ এবং গাইবান্ধায় ২২৮ জন রয়েছেন।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিনে গেছেন ৬২৭ জন। এই সময়ে ছাড়পত্র দেয়া হয়েছে ২৭২ জনকে।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status