বিনোদন

ভিন্ন আবহের গল্পে তিশা

স্টাফ রিপোর্টার

২৩ মার্চ ২০২০, সোমবার, ৭:৫৬ পূর্বাহ্ন

১৯৭১ সালের উত্তাল মার্চে কল্যাণী নামের এক নারী ইসলামপুরে তার পৈতৃক ভিটায় কয়েকটি মেয়ে নিয়ে বসবাস করতো। কল্যাণীর বাড়িটি মূলত একটি পতিতালয়। এলাকার খালেক কল্যাণীদের পাড়ায় নিয়মিত আসে। একদিন সামান্য একটি বিষয়ে বড় ধরনের বাকবিতণ্ডা হয় দুজনের মধ্যে। তারপর গল্প মোড় নেয় ভিন্নদিকে। এমনই এক ভিন্ন আবহের গল্পে নির্মিত হলো ২৬শে মার্চের বিশেষ নাটক ‘কালের আবর্তে’। এতে কল্যাণী চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। খালেকের চরিত্রে শতাব্দী ওয়াদুদ। মুক্তিযুদ্ধকালীন সময়ের সত্য ঘটনা অবলম্বনে গল্পটি লিখেছেন হেলেন বদরুদ্দীন। সৈয়দ ইকবালের চিত্রনাট্য ও আবু হায়াত মাহমুদের পরিচালনায় ফ্যাক্টর থ্রি সলিউশনস ও ত্রিধারা মিডিয়া নাটকটি প্রযোজনা করেছে। আগামী ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসে বাংলাভিশনে প্রচার হবে এটি। তিশা বলেন, নাটকে দুই ধরনের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আমাকে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status