খেলা

‘শচীনের চেয়ে লারাকে বল করা কঠিন ছিল’

স্পোর্টস ডেস্ক

২৯ ফেব্রুয়ারি ২০২০, শনিবার, ৮:২৭ পূর্বাহ্ন

শচীন টেন্ডুলকার ও ব্রায়ান লারার মধ্যে কে সেরা ব্যাটসম্যান? দু’জনের  খেলোয়াড়ি ক্যারিয়ারে এমন প্রশ্নে আলোচনা ঝড় উঠেছে নিয়মিত। প্রসঙ্গটি ফিরিয়ে দিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তির পেসার গ্লেন ম্যাকগ্রা।
ক্যারিয়ারে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের দুই ব্যাটিং গ্রেটের মুখোমুখি অনেকবার হয়েছেন ম্যাকগ্রা। দু’জনই তার চোখে সেরা। কিন্তু ম্যাকগ্রা বললেন, লারাকে বল করাটা একটু বেশি কঠিন ছিল। সাবেক অজি পেসার ম্যাকগ্রার সাক্ষাৎকার নিয়েছে ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়া। এর শেষ প্রশ্নটি ছিল লারা ও শচীনের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা নিয়ে। আর অজিদের শক্তিশালী বোলিং লাইনের মুখোমুখি হয়েও উইন্ডিজ কিংবদন্তি লারা কতটা সাবলীল থাকতেন, সেটা মনে করালেন ম্যাকগ্রা। অস্ট্রেলিয়ার মাটিতেই শেন ওয়ার্ন ও ম্যাকগ্রার বোলিং অনেকবার সামলাতে হয়েছে লারা ও শচীনকে। দুজনের মধ্যে উইন্ডিজ গ্রেটকে বল করাই কঠিন ছিল বললেন সর্বকালের অন্যতম সেরা ফাস্ট বোলার। ম্যাকগ্রা বলেন, ‘এটা ছিল ব্রায়ান (লারা)। সে কখনও খেলা পাল্টাতো না। আমি সম্ভবত তাকে ১৫ বার আউট করেছি। কিন্তু সে আমাদের বিপক্ষে সেঞ্চুরি বা ডাবল সেঞ্চুরিও করতো, যখন আমি ও ওয়ার্নি একসঙ্গে অস্ট্রেলিয়ার হয়ে খেলতাম।’
দিনটা যখন তার হতো, তখন যে কোনও কিছু করে ফেলতো। শচীনও একই রকম ভালো খেলতো, কিন্তু ব্রায়ানের মধ্যে অন্য কিছু ছিল। শচীনের চেয়ে তাকে বল করা ছিল একটু বেশি কঠিন। সে ছিল ভয়ডরহীন ব্যাটসম্যান।’ অস্ট্রেলিয়ার ক্যাপ মাথায় ক্যারিয়ারে ১২৪টি টেস্ট খেলেছেন গ্লেন ম্যাকগ্রা। মাত্র ২১.৬৪ গড়ে তার শিকার ৫৬৩ উইকেট। ইনিংসে পাঁচ উইকেটের কীর্তি ২৯বার। অস্ট্রেলিয়ার হয়ে তিনটি বিশ্বকাপ (১৯৯৯, ২০০৩, ২০০৭) শিরোপার স্বাদ নেয়া ম্যাকগ্রার ২৫০ ওয়ানডেতে শিকার ৩৮১ উইকেট।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status