খেলা

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ

স্পোর্টস রিপোর্টার

২৯ ফেব্রুয়ারি ২০২০, শনিবার, ৮:২৬ পূর্বাহ্ন

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপের ফাইনাল আজ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুপুরে কিশোরদের টুর্নামেন্টে শিরোপা লড়াইয়ে বরিশাল বিভাগের মুখোমুখি হবে চট্টগ্রাম বিভাগ। একই ভেন্যুতে মেয়েদের বঙ্গমাতা অনূর্ধ্ব-১৭ এর ফাইনালে ঢাকার প্রতিপক্ষ খুলনা। টুর্নামেন্ট শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত বৃহস্পতিবার বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপের প্রথম সেমিফাইনালে ময়মনসিংহকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারায় চট্টগ্রাম। দ্বিতীয় সেমিতে খুলনা বিভাগকে ২-০ গোলে হারিয়ে বরিশাল বিভাগ ফাইনাল নিশ্চিত করে।  বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপের সেমিফাইনালে চট্টগ্রাম বিভাগকে ৪-১ গোলে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে ওঠে খুলনার মেয়েরা। অন্য সেমিফাইনালে ঢাকা বিভাগ ১-০  গোলে হারায় রংপুর বিভাগকে। ২০১৯ সালের ৩১শে আগস্ট টুর্নামেন্টের লোগো এবং ট্রফি উন্মোচন করা হয়। ১লা সেপ্টেম্বর টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে বালক ও বালিকা  বিভাগে মাঠের লড়াই শুরু হয়। বালক বিভাগে ৯৮,৭৩০ খেলোয়াড় এবং বালিকা বিভাগে মোট ১১,৮২৬ খেলোয়াড় অংশগ্রহণ করে। প্রতিটি পর্যায়ে বাছাইকৃত সেরা খেলোয়াড়দের নিয়ে দলগঠন করা হয়।
২০১৮ সালে বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছিলো রংপুর বিভাগ এবং রানার্সআপ হয়েছিলো রাজশাহী বিভাগ। টুর্নামেন্ট থেকে বাছাইকৃত ৪০ প্রতিভাবান খেলোয়াড়কে বিকেএসপিতে তিন মাসের আবাসিক প্রশিক্ষণ দেয়া হয়। সেখান থেকে ৪ খেলোয়াড়কে ব্রাজিলের গামা ক্লাবে এক মাসের উন্নত প্রশিক্ষণ দেয়া হয়। এছাড়া এই ৪০ জনের মধ্যে বাকি ২২ জন বিভিন্ন জাতীয় বয়সভিত্তিক দল, সাইফ পাওয়ার ফুটবল একাডেমি, আবাহনী লিমিটেড, ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব, পিডব্লিউডি (প্রথম বিভাগ), যাত্রাবাড়ী ক্রীড়া চক্র (প্রথম বিভাগ),এবং শেখ জামাল অনুর্ধ্ব-১৮ দল, বসুন্ধরা অনূর্ধ্ব-১৮ দল, রহমতগঞ্জ অনূর্ধ্ব-১৮ দল, শেখ রাসেল অনূর্ধ্ব-১৮ দল, ব্রাদার্স-অনূর্ধ্ব ১৮ দল, মোহামেডান অনূর্ধ্ব-১৮ দল, সিলেট বিকেএসপি, দিলকুশা (দ্বিতীয় বিভাগ) এবং উত্তরা আজিমপুর (দ্বিতীয় বিভাগ) ক্লাবে খেলার সুযোগ পেয়েছিল। টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সহযোগিতায় ক্রীড়া পরিদপ্তর। গতবারের মতো এবারও উঠে আসা প্রতিভাবান ফুটবলারদের উন্নত প্রশিক্ষণের জন্য ব্রাজিল-আর্জেন্টিনার পাশাপাশি ইউরোপের কোন দেশে পাঠাতে চায় ক্রীড়া মন্ত্রণালয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status