দেশ বিদেশ

ময়মনসিংহে ইত্তেফাকুল ওলামার প্রতিবাদ

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে

২৯ ফেব্রুয়ারি ২০২০, শনিবার, ৮:২২ পূর্বাহ্ন

 ভারতের রাজধানী দিল্লিতে মুসলমানদের ওপর চালানো সহিংসতা, মসজিদে অগ্নিসংযোগ, মুসলমানদের বাড়ি-ঘরে হামলা ও নির্বিচারে মুসলিম গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ ও বিশেষ মোনাজাতের আয়োজন করেছে করেছে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী। এতে আলেম ওলামাসহ সর্বস্তরের তৌহিদী জনতা অংশগ্রহণ করেন। শুক্রবার বাদ জুমা ময়মনসিংহ বড় মসজিদ চত্বরে বিক্ষোভ সমাবেশ শেষে মিছিল বের করা হয়। মিছিলটি স্টেশন মোড়, গাঙিনাপাড় হয়ে নতুন বাজার মোড় গিয়ে শেষ হয়। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, দিল্লিতে অন্যায়ভাবে মুসলমানদের ওপর হামলা করা হচ্ছে, মসজিদে আগুন দেয়া হচ্ছে, বাড়ি ঘর পুড়িয়ে দেয়া হচ্ছে। এই নির্যাতন বিশ্বের কোনো মুসলমান সহ্য করবে না। নির্যাতনকারী মোদিকে বাংলাদেশের মাটিতে পা রাখতে দেয়া হবে না। যেকোন মূল্যে মোদিকে প্রতিহত করা হবে। ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর সভাপতি আল্লামা খালিদ সাইফুল্লাহ সাদীর নেতৃত্বে বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইত্তেফাকুল উলামার সাংগঠনিক সম্পাদক মাওলানা জাকারিয়া, মুফতি আমীর ইবনে আহমদ, মুফতি জাকির হোসাইন, মাওলানা গোলাম মাওলা, মুফতি শরিফুর রহমান, মাওলানা মফিজুল ইসলাম, মাওলানা মানাযির আহসান খান তাবশির, মাওলানা চৌধুরি নাসির আহমদ, মুফতি শরিফুল ইসলাম, মাওলানা ফিরোজ আহমদ প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status