দেশ বিদেশ

মামলা ও ঋণে জর্জরিত শাহাদাত

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে

২৯ ফেব্রুয়ারি ২০২০, শনিবার, ৮:১৮ পূর্বাহ্ন

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী দেশের কোনো ব্যাংক বা ব্যক্তির কাছ থেকে ঋণ নেননি। তার নামে কোনো মামলাও নেই। বলতে গেলে ক্লিন রেজাউল। তার হাতে নগদ আছে মাত্র ১ লাখ টাকা। তবে স্ত্রীর নামে আছে অর্ধকোটি টাকারও বেশি। অপরপক্ষে, বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন মামলায় জর্জরিত। তার বিরুদ্ধে ৪৮টি ফৌজদারি মামলাও আছে। যার সবগুলোই আদালতে বিচারাধীন। কয়েকটি মামলার কার্যক্রম আদালতে স্থগিত রয়েছে। একটি মামলায় আদালত থেকে বেকসুর খালাস পেয়েছেন। বৃহসপতিবার চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও চসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামানের কাছে দাখিলকৃত মনোনয়ন পত্রের সাথে দাখিল করা হলফনামায় সমপদের বিবরণীসহ এসব তথ্য উল্লেখ করা হয়েছে। হলফনামায় বিএনপির প্রার্থী ডা. শাহাদাতের বাৎসরিক আয় দেখানো হয়েছে ২০ লাখ ৭৪ হাজার ৬২৫ টাকা। এরমধ্যে বাড়ি, এপার্টমেন্ট, দোকান বা অন্যান্য ভাড়া বাবদ নিজের আয় ৩ লাখ ৫৩ হাজার ২৫ টাকা। পেশাগত আয় ১৭ লাখ ২১ হাজার ৬০০ টাকা। ডা. শাহাদাতের নামে অস্থাবর সমপদ রয়েছে ৪ কোটি ২৩ লাখ ৯ হাজার ২২৭ টাকা। এরমধ্যে নিজের নগদ টাকা আছে ১৫ লাখ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নিজের নামে জমাকৃত অর্থের পরিমাণ ৩৪ লাখ ৪৭ হাজার ২৭৭ টাকা। নিজের নামে বন্ড, ঋণপত্র, স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয় এমন কোমপানির শেয়ার বাবদ দেখানো হয়েছে ৩ লাখ ৭১ হাজার ৩৫০ টাকা। শাহাদাতের নামে ১১ লাখ ৮০ হাজার মূল্যমানের কার (ফিল্ডার-টয়োটা) ও ২৭ লাখ ২০ হাজার মূল্যমানের ভি-৭৩ মডেলের পুরনো জীপ গাড়ি আছে। স্বর্ণালঙ্কার আছে ৭৫ হাজার টাকা মূল্যের। ইলেকট্রনিক সামগ্রীর মধ্যে নিজ নামে ২৫ হাজার টাকা মূল্যমানের ফ্রিজ ও ২৫ হাজার টাকা মূল্যমানের টিভি আছে। খাট, সোফা সেট, আলমিরা, ওয়ারড্রপ মিলিয়ে নিজ নামে ৭৫ হাজার টাকা মূল্যের আসবাবপত্র আছে। অন্যান্য সমপদের মধ্যে ট্রিটমেন্ট ডায়াগনস্টিক সেন্টারে নিজের ব্যবসায়িক মূলধন ৩ কোটি ২৮ লাখ ৯০ হাজার ৬০০ টাকার সমপদ দেখানো হয়েছে। স্থাবর সমপদের মধ্যে ডা. শাহাদাতের নামে দেখানো হয়েছে ১ কোটি ৮৬ লাখ ৫৬ হাজার টাকা। এরমধ্যে নিজ নামে ১৭ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ১৮ শতক এবং ৬ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ১.৫ কাঠা অকৃষি জমি আছে। নিজ নামে ৬৭ লাখ ৮৬ হাজার টাকার আটতলা বিশিষ্ট একটি দালানের এক অংশ আছে। এছাড়া ৩৫ লাখ টাকা দামের একটি এপার্টমেন্ট আছে শাহদাতের। ব্যাংক ঋণের মধ্যে শাহাদাতের নিজ নামে উত্তরা ফিন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড প্রতিষ্ঠানে ৩ কোটি ২ লাখ ২৫ হাজার টাকা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডে ২৯ লাখ ৮১ হাজার ১৩২ টাকা ঋণ আছে। চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন পশ্চিম বাকলিয়ার ডিসি রোড এলাকার আহমদুর রহমানের ছেলে শাহাদাত হোসেন। শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস ডিগ্রিধারী। পেশায় একজন চিকিৎসক। তার বিরুদ্ধে আদালত ও নগরীর বিভিন্ন থানায় ৪৮টি মামলা বিচারাধীন আছে।
অন্যদিকে, আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী নির্বাচনী হলফনামায় পেশা হিসেবে ব্যবসা উল্লেখ করেছেন। মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজ তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। অস্থাবর সমপদের মধ্যে নিজ নামে আছে নগদ টাকা এক লাখ টাকা। স্ত্রীর নামে তিন লাখ ৫১ হাজার ৪০৯ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থের পরিমাণ সাত লাখ আট হাজার ৫৩৯ টাকা ও স্ত্রীর নামে ৩২ লাখ ২৭ হাজার ৯০ টাকা দেখানো হয়েছে।
পোস্টাল, সেভিংস নিজ নামে না থাকলেও স্ত্রীর নামে আছে ২০ হাজার টাকার প্রাইজবন্ড। নিজ নামে একটি চার লাখ টাকা দামের মোটর গাড়ি আছে। স্বর্ণ ও অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে বিবাহসূত্রে নিজ নামে ৫০ হাজার টাকা মূল্যমানে ২০ তোলা স্বর্ণ ও স্ত্রীর নামে ৬০ হাজার টাকা মূল্যমানে ৪০ তোলা স্বর্ণ আছে।
বিবাহসূত্রে নিজ নামে ১০ হাজার টাকার ইলেকট্রনিক সামগ্রী ও এক লাখ টাকার আসবাবপত্র আছে। অন্যান্য অস্থাবর সমপদের মধ্যে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের মূলধন দুই লাখ টাকা ও ফার্মের মূলধন দশ লাখ ৬ হাজার টাকা। স্ত্রীর নামে অন্যান্য অস্থাবর সমপত্তি মেসার্স চৌধুরী ইলেকট্রনিক্স দুই লাখ আশি হাজার টাকা, ফার্মের মূলধন দুই লাখ ৫১ হাজার ৫০০ টাকা ও ঋণ হিসেবে প্রদত্ত চার লাখ টাকা।
নিজের বার্ষিক আয় বাড়ি এপার্টমেন্ট, দোকান থেকে চার লাখ ১৪ হাজার টাকা, ব্যবসায় নিজের কোন আয় না থাকলেও নির্ভরশীলদের আয় তিন লাখ ৫০ হাজার টাকা এবং ফার্মের শেয়ার থেকে নিজের আয় দুই হাজার ১০০ টাকা ও নির্ভরশীলদের আয় ৫০ হাজার ৩০০ টাকা। স্থাবর সমপদের মধ্যে নিজের নামে কৃষি ও অকৃষি জমি নেই রেজাউল করিম চৌধুরীর। কিন্তু স্ত্রীর নামে দুই গণ্ডা দুই কড়া অকৃষি জমি আছে। দালান, আবাসিক ও বাণিজ্যিক সমপদের মধ্যে নিজ নামে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ভূমির উপর আবাসিক গৃহমূল্য এক লাখ টাকা ও যৌথ মালিকানার ক্ষেত্রে প্রাপ্ত চার ভাগের এক অংশ। নিজ নামে চারটি এপার্টমেন্ট যার মূল্য এক কোটি নয় লাখ ১৬ হাজার ৬৬৭ টাকা। নিজের নামে কোন ঋণ ও দেনা নেই আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম চৌধুরীর। চট্টগ্রাম শহরের চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকার খ্যাতনামা বহদ্দার বাড়ির হারুন অর রশীদ চৌধুরী বড় সন্তান রেজাউল করিম চৌধুরীর শিক্ষাগত যোগ্যতা বি.এ উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ২৯শে মার্চ চসিক নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। মনোনয়নপত্র বাছাই ১লা মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৮ই মার্চ। প্রতীক বরাদ্দ ৯ই মার্চ।
চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান জানান, ২৭শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার মনোনয়নপত্র গ্রহণের শেষ দিনে চসিক নির্বাচনে ৯ জন মেয়র পদে, ৪১টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ২২০ জন ও ১৪টি সংরক্ষতি মহলিা কাউন্সিলর পদে ৫৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status