বাংলারজমিন

সিলেটে ২০ দিনব্যাপী অনুষ্ঠানে মুজিববর্ষ পালন করবে আওয়ামী লীগ

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

২৯ ফেব্রুয়ারি ২০২০, শনিবার, ৭:৩২ পূর্বাহ্ন

 সিলেটে ২০ দিনব্যাপী মুজিববর্ষ পালন করবে আওয়ামী লীগ। ‘নব প্রজন্মের নব চেতনার বঙ্গবন্ধু’ এই স্লোগানকে সামনে রেখে জেলা ও মহানগর আওয়ামী লীগ একযোগে পালন করবে এই উৎসব। আগামী ৭-২৬ মার্চ ২০ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করবে দলটি। সিলেট জেলা পরিষদ মিলনায়তনে দলের যৌথ প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট লুৎফুর রহমানের সভাপতিত্বে ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন এর পরিচালনায় অনুষ্ঠানে মুজিববর্ষের কর্মসূচি ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান। জেলা ও মহানগর আওয়ামী লীগ গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে, বঙ্গবন্ধুর ছবি আঁকা, র‌্যালি, আলোর মিছিল, বাংলার পণ্যমেলা, আলোচনা সভা, ‘নবপ্রজন্মের বঙ্গবন্ধু’ শীর্ষক চারটি সেমিনার, ৭ই মার্চের ভাষণ, ভাষণ প্রত্যক্ষদর্শীদের সম্মাননা ও স্মৃতিচারণ, স্মারকগ্রন্থ প্রকাশ, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ইত্যাদি। এডভোকেট নাসির খান জানান, আগামী দু’একদিনের মধ্যে মুজিববর্ষের বিষয়ভিত্তিক কর্মসূচির সময় ও স্থান উল্লেখ করে গণমাধ্যমে তা প্রকাশ করা হবে। তিনি এসব কর্মসূচিতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি কামনা করেছেন। সভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, আওয়ামী লীগ নেতা আশফাক আহমদ, এডভোকেট মফুর আলী, সিরাজুল ইসলাম, এডভোকেট শাহ ফরিদ আহমদ, এডভোকেট রাজ উদ্দিন, এডভোকেট নিজাম উদ্দিন, ফয়জুল আনোয়ার আলাওর, হুমায়ূন ইসলাম কামাল, এডভোকেট শাহ মোশাহিদ আলী, নুরুল ইসলাম পুতুল, মোহাম্মদ আলী দুলাল, এডভোকেট খোকন দত্ত, তপন মিত্র, এডভোকেট মাহফুজুর রহমান, আব্দুর রহমান জামিল, জগদীশ চন্দ্র দাশ, ফারুক আহমদ, সৈয়দ এফতার হোসেন পিয়ার, এডভোকেট রণজিত সরকার, কবির উদ্দিন আহমদ, আজাদুর রহমান আজাদ, প্রিন্স সদরুজ্জামান, এমাদ উদ্দিন মানিক, ডা. মিফতাহুল হোসেন সুইট, ডা. আরমান আহমদ শিপলু, জগলু চৌধুরী, বিধান কুমার সাহা, মস্তাক আহমদ পলাশ, ড. তৌফিক রহমান চৌধুরী, এডভোকেট গোলাম সোবহান দীপন, নুরুল আমিন, এডভোকেট জসীম উদ্দিন, অধ্যক্ষ শামসুল ইসলাম, এডভোকেট প্রদীপ ভট্টাচার্য, আখলাকুর রহমান সেলিম, আজম খান, প্রদীপ পুরকায়স্থ, এডভোকেট ছালেহ আহমদ সেলিম, এডভোকেট বদরুল ইসলাম, আব্দুল গাফফার উনু, সিরাজুল ইসলাম, আবদাল মিয়া, নজমুল ইসলাম এহিয়া, আব্দুস সোবহান, জামাল চৌধুরী, শামীম রশীদ চৌধুরী, জেলা যুবলীগ সভাপতি শামীম আহমদ ভিপি ও সাধারণ সম্পাদক শামীম আহমদ, মহানগর যুবলীগ সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার, এডভোকেট আব্দুর রকিব বাবলু, ডা. মোহাম্মদ হোসেন রবিন, আফছর আজিজ, জালাল উদ্দিন কয়েছ, দেবাংশু দাশ মিঠু, বুরহান উদ্দিন, মজির উদ্দিন, শাহ মুজিবুর রহমান জকন প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status