বিশ্বজমিন

দিল্লি সহিংসতা: সোনিয়া-রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে হাইকোর্টে এফআইআর দায়েরের আবেদন

মানবজমিন ডেস্ক

২৮ ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার, ৪:৫৮ পূর্বাহ্ন

দিল্লির সাম্প্রতিক সহিংসতায় উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী, সাবেক সভাপতি রাহুল গান্ধী ও সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে এফআইআর দায়েরের আবেদন জমা পড়েছে দিল্লি হাইকোর্টে। লয়ার্স ভয়েস নামে আইনজীবীদের একটি সংগঠন বৃহস্পতিবার অন্যান্য দলের নেতাকর্মীদের পাশাপাশি তাদের বিরুদ্ধে এ আবেদন করেছে। শুক্রবার আবেদনগুলো নিয়ে এক শুনানি শেষে এ প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের থেকে জবাব চেয়ে নোটিশ জারি করেছেন আদালত। এ খবর দিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও ফার্স্টপোস্ট।

খবরে বলা হয়, কংগ্রেসের শীর্ষ নেতানেত্রীর পাশাপাশি দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া, আম আদমি পার্টির (এএপি) বিধায়ক আমানাতুল্লা খান, এআইএমআইএম নেতা ওয়ারিস পাঠান ও আকবরুদ্দিন ওয়াইসির বিরুদ্ধে এফআইআর দায়েরের দাবিতেও আদালতে পিটিশন করেছে লয়ার্স ভয়েস। এসব আবেদনের প্রেক্ষিতে শুক্রবার এক শুনানি শেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, দিল্লি সরকার ও পুলিশের জবাব চেয়ে নোটিশ জারি করেছেন আদালতের বিচারপতি ডি এন পটেল ও বিচারপতি সি হরি শঙ্করের বেঞ্চ।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, দিল্লিতে সহিংসতার তদন্তে দুটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। এখন পর্যন্ত  দায়ের হয়েছে ৪৮টি এফআইআর। এ ঘটনায় আটক ও গ্রেপ্তারের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। শুক্রবার সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৯। বুলেটের ঘায়ে জখমের সংখ্যা কমপক্ষে ৮২।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status